Hardik Pandya: হার্দিক পান্ডিয়া একা নন, এই ক্রিকেটাররাও বিয়ের আগেই বাবা হয়েছেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Cricketers who Become father Before Marriage: বিয়ের আগেই বাবা হয়েছেন এই ক্রিকেটাররা।
advertisement
1/6

বিয়ের আগেই বাবা হয়েছিলেন তিনি। তা নিয়ে কত সমালোচনা হয়েছে! তবে হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্টানকোভিচের প্রেমের কাহিনীর প্রশংসাও করেছেন অনেকে। তবে পান্ডিয়া একা নন, আরও বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাঁরা বিয়ের আগেই বাবা হয়েছেন। কেউ তাঁদের সঙ্গীনীর সঙ্গে সাত পাকে বাধা পড়েছেন। কেউ আবার বিয়ে না করেও সম্পর্ক টিকিয়ে রেখেছেন।
advertisement
2/6
বান্ধবী কেরি কর্টরেলের সঙ্গে জো রুটের সম্পর্ক ২০১৪ থেকে। ২০১৬ টি-২০ বিশ্বকাপের আগে বান্ধবীর সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি। এর পর ২০১৭-র জানুয়ারি মাসে বাবা হন ইংল্যান্ডের তারকা ব্যাটার। তার পর বান্ধবীকে বিয়ে করেন তিনি।
advertisement
3/6
২০১৪ সালে ডেভিড ওয়ার্নারের তত্কালীন বান্ধবী ক্যান্ডিস কন্যাসন্তানের জন্ম দেন। এর পর ২০১৫ সালে বিয়ে সেরে ফেলেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার তিন মেয়ের বাবা।
advertisement
4/6
১৯৮৭-৮৮ থেকে সীতা হোয়াইটের সঙ্গে সম্পর্কে ছিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ১৯৯২ সালে সন্তানের জন্ম দেন সীতা হোয়াইট। ইমরান প্রথমে পিতৃত্ব অস্বীকার করেন। পরে ডিএনএ টেস্ট করে জানা যায়, সীতা হোয়াইটের সন্তানের বাবা ইমরান খান।
advertisement
5/6
১৯৮০ সালে ভারত সফরে এসে অভিনেত্রী নীনা গুপ্তার সঙ্গে সম্পর্কে জড়ান ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস। ১৯৮৯ সালে নীনা কন্যাসন্তানের জন্ম দেন। ভিভ তখন বিবাহিত। তাঁর দুটি সন্তানও ছিল। নীনা ও ভিভের মেয়ের নাম মাসাবা।
advertisement
6/6
২০১৭ সালে আইপিএলের সময় ক্রিস গেইলের বান্ধবী নাতাশা বেরিজ কন্যাসন্তানের জন্ম দেন। গেইল ও নাতাশার তখন বিয়ে হয়নি। তবে মেয়ে হওয়ার সুখবর গেইল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।