Fact Check: বেন স্টোকসই কি জাদেজা-সুন্দরের সঙ্গে হাত মেলাতে চাননি? সামনে এল ম্যাচের পর অধিনায়ক গিলের বিবৃতি
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Shubman Gill Statement after Jadeja-Sundar refuse shake hands with Ben Stokes: জাদেজা এবং ওয়াশিংটন, যথাক্রমে যখন ৮৯ এবং ৮০ রানে ব্যাট করছেন, স্টোকস আম্পায়ারের সঙ্গে যোগাযোগ করলে ড্রয়ের প্রস্তাব ভারত ফিরিয়ে দেয়।
advertisement
1/7

হইচই চলছে এখন অসৌজন্য নিয়ে! বলা হচ্ছে যে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ম্যাঞ্চেস্টার টেস্টের পর রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের সঙ্গে করমর্দন করতে চাননি! খেলার পর ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখাও যায়, দুই দলের করমর্দনের সময় স্টোকস জাদেজা এবং সুন্দরকে উপেক্ষা করছেন। দেখা যায়, তিনি শুধু হাত মেলাচ্ছেন নিজের দলের খেলোয়াড়দের সঙ্গে! যদিও পরে আরেকটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে খেলা বাকি থাকা অবস্থায় দুই দল ড্রয়ের সিদ্ধান্ত নেওয়ার পর স্টোকসকে ক্রিজেই জাদেজা এবং সুন্দরের সঙ্গে করমর্দন করতে দেখা যায়। সত্যিটা তাহলে কী? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আগে এক নিয়মের কথা জেনে রাখা দরকার! (Photo: PTI)
advertisement
2/7
আসলে, এ ক্রিকেটের এক অলিখিত নিয়ম- উভয় অধিনায়ক যদি মনে করেন যে ফলাফলের সম্ভাবনা শূন্য, তাহলে তাঁরা হাত মেলাতে এবং ড্র-তে সম্মত হতে পারেন। ম্যাচ হয়েছেও ড্র, কারও পক্ষে তা যায়নি! যদিও এই খেলার প্রথম দিকে ঠিক ম্যাচ ড্র হওয়ার ঘটনা ঘটেনি। জাদেজা এবং ওয়াশিংটন, যথাক্রমে যখন ৮৯ এবং ৮০ রানে ব্যাট করছেন, স্টোকস আম্পায়ারের সঙ্গে যোগাযোগ করলে ড্রয়ের প্রস্তাব ভারত ফিরিয়ে দেয়। সত্যি বলতে কী, এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে জাতীয় আবেগ! (Photo: X)
advertisement
3/7
৩১১ রানে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারতের হয়ে খেলা বাঁচানোর পর দু’জনেই যখন তাঁদের সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, তখন পিছিয়ে আসতে না চাওয়াটাই স্বাভাবিক! সেই জন্যই জাদেজা এবং ওয়াশিংটন তাঁদের ব্যাটিং চালিয়ে যাওয়ার অধিকার প্রয়োগ করেছিলেন। স্টোকস পরে বলেন, ‘‘আমরা যতদূর সম্ভব খেলা চালিয়েছি। ড্র অনিবার্য মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার বোলারদের সংক্ষিপ্ত পরিবর্তন (পঞ্চম টেস্ট শুরুর তিন দিন আগে) নিয়ে ঝুঁকি নিতে চাইছিলাম না।’’ (Photo: AFP)
advertisement
4/7
জাদেজা অন্য দিকে হাসি মুখে সৌজন্য বজায় রেখে ইংরেজ ক্রিকেটারদের বিদায় জানান, কারণ নিয়ম অনুসারে ভারতের ব্যাটিং চালিয়ে যাওয়ার অধিকার ছিল। ইংল্যান্ডের অধিনায়কের এটা বুঝে নিতে কোনও অসুবিধাই হয়নি যে এই সিদ্ধান্ত কেন! ফলে প্রতিবাদ হিসেবে স্টোকস হ্যারি ব্রুককে আনেন এবং জাদেজা তাঁর বলে ছক্কা মেরে নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। এই নিয়েই এবার প্রকাশ্যে এল অধিনায়কের বিবৃতি। ম্যাঞ্চেস্টার ম্যাচ ড্র করার পর শুভমান গিল খুবই খুশি। চতুর্থ টেস্ট ম্যাচের পঞ্চম ও শেষ দিনে পুরো ৫ সেশন ব্যাট করে ভারতকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন, এই কৃতিত্ব তিনি তাঁর ব্যাটসম্যানদের দিয়েছেন। গিল বলেন যে এই ম্যাচে তাঁর দলের উপর চাপ ছিল। তবে চাপের সময়েও ব্যাটসম্যানরা যে ভাবে এগিয়ে এসে দায়িত্ব নিয়েছে তাতে তিনি গর্বিত। রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাটিংয়ে অধিনায়ক বিশেষভাবে খুশি।
advertisement
5/7
গিল আরও বলেন কেন তিনি বেন স্টোকসের ড্রয়ের প্রস্তাব গ্রহণ করেননি। ভারতীয় দল ৩১১ রানে পিছিয়ে ছিল। দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট শূন্য রানে পড়ে গিয়েছিল। তা সত্ত্বেও, টিম ইন্ডিয়া ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র করে। টেস্ট ম্যাচ ড্র হওয়ার পর শুভমান গিল বলেন, ‘‘আমি আমার দলের ব্যাটিং প্রচেষ্টায় খুশি। গত কয়েকদিন ধরে আমাদের উপরে চাপ ছিল। কিন্তু কঠিন সময়েও আমরা দুর্দান্ত পারফর্ম করেছি। টেস্ট ম্যাচের শেষ দিনে উইকেটে কিছু না কিছু ঘটছিল। ব্যাটিং করে আমরা যতটা সম্ভব ম্যাচটি দীর্ঘ করতে চেয়েছিলাম। আমরা এই বিষয়েই কথা বলেছিলাম।’’
advertisement
6/7
প্রথম ইনিংসে ভারত ৩৫৮ রান করেছিল । জবাবে, ইংল্যান্ড প্রথম ইনিংসে ৬৬৯ রান করে ভারতের উপর ৩১১ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান করে টিম ইন্ডিয়া ম্যাচটি ড্র করে। শেষ সেশনে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস জাদেজা এবং সুন্দরের কাছে ড্রয়ের প্রস্তাব নিয়ে যান। তাঁরা দু’জনেই স্টোকসের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাঁরা কেউই স্টোকসের সঙ্গে করমর্দন করেননি। স্টোকসের সঙ্গে করমর্দন না করার বিষয়ে গিলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "জাদেজা এবং ওয়াশিংটন সেখানে সেঞ্চুরি করার পথে ছিল। তাই আমরা ভেবেছিলাম তাঁদের প্রথমে সেঞ্চুরি করতে দেওয়া উচিত।’’
advertisement
7/7
এই সফরে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এখন পর্যন্ত ৪টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে এবং চারটি ম্যাচই শেষ দিনের শেষ সেশন পর্যন্ত চলেছিল। গিল বলেন, ‘‘আমাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। দল হিসেবে, এটি আমাদের অনেক কিছু শিখিয়েছে।’’ গিল এই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলছেন। ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। এই সিরিজে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি। (Photo: AP)