TRENDING:

Expenditure on Neeraj Chopra: ৬টি থ্রোয়ের ৫টিই ফলস! নীরজের পিছনে খরচ হল কত কোটি, অঙ্কটা জানলে হিসেব গুলিয়ে যাবে

Last Updated:
Expenditure on Neeraj Chopra: এত কোটির ফসল রুপোর পদক, কিন্তু আসল কাঁটা অন্য কোথাও আটকেছে...
advertisement
1/10
৬টি থ্রোয়ের ৫টি  ফলস! নীরজের পিছনে খরচ হল কত কোটি, অঙ্কটা জানলে হিসেব গোলাবে!
পরপর দুটি অলিম্পিক্সে পদক জয়৷ একটিতে সোনা দ্বিতীয়টিতে রুপো৷ ২০২১ টোকিও অলিম্পিক্সের পর ২০২৪ প্যারিস অলিম্পিক্স দেশের সর্বকালীন সেরা অ্যাথলিটদের মধ্যে নাম লিখিয়ে ফেললেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া৷ Photo- AP
advertisement
2/10
অলিম্পিক্সের মঞ্চে ব্যক্তিগত পারফরম্যান্সে পরপর ২ বার পদক পাওয়া অ্যাথলিট ভারতীয় শাটলার পিভি সিন্ধু এবং জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া৷ সিন্ধু  পেয়েছিলেন একটি রুপো ও একটি ব্রোঞ্জ৷  অন্যদিকে রঙের হিসেবে সিন্ধুকে টেক্কা নীরজের তাঁর ঝোলায় একটি সোনা ও একটি রুপো৷ কিন্তু তারপরেও কেন সমালোচনার অবকাশ থাকছে? Photo- AP
advertisement
3/10
প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে   একটি থ্রো ৮৯.৯৪ মিটার পার করেছিলেন নীরজ চোপড়া৷ তাঁর প্রথম থ্রোটি বাতিল হয়েছিল, দ্বিতীয় থ্রোতে এই দূরত্ব অতিক্রম করেছিলেন নীরজ চোপড়া৷ Photo- AP
advertisement
4/10
এরপর বাকি তিনটি থ্রো-ই তাঁর বাতিল হয়ে যায় অর্থাৎ পাঁচটি থ্রোয়ের একটি খালি সফল ও অন্য চারটিই ব্যর্থ৷ Photo- AP
advertisement
5/10
অলিম্পিক্স ছাড়াও অ্যাথলেটিক্সের আরও দুই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার মঞ্চ অর্থাৎ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এবং ডায়মন্ড লিগ দুই ইভেন্টেই পদক জিতেছিলেন নীরজ চোপড়া৷ একটি সোনা ও অন্যটি ছিল রুপো৷ Photo- AP
advertisement
6/10
দেশের অন্যতম এই সেরা অ্যাথলিটের ট্রেনিংয়ের জন্য কোনও কসুর করেনি ভারতও৷ নীরজ চোপড়ার ট্রেনিংয়ের জন্য খরচ হয়েছে ৫,৭২,২১,৪৫৭  কোটি টাকা৷ অর্থাৎ প্রায় ৬ কোটি টাকার কাছাকাছি অর্থ৷ Photo- AP
advertisement
7/10
তিনি পাতিয়ালার সাইতে ট্রেনিং করার পাশাপাশি বিদেশেও বহু ট্রেনিং করেছেন৷ ২০২১ সালে অলিম্পিক্সে পোডিয়াম ফিনিশের পর ‘টার্গেট অলিম্পিক্স পোডিয়াম স্কিম’-র আওতায় ৩,১২,০৪,৯৯ কোটি টাকা বরাদ্দ পেয়েছিলেন পাশাপাশি ‘অ্যানুয়াল ক্যালেন্ডার ফর ট্রেনিং অ্যান্ড কম্পিটিশন’-র আওতায় নীরজ ২,৬০,১৭,৩৫৮ কোটি টাকার বরাদ্দ পেয়েছিলেন৷ Photo- AP
advertisement
8/10
২০২১ থেকে ২০২৪ এই তিন বছরে ৬ বার বিদেশে গিয়ে ট্রেনিং করেছেন নীরজ চোপড়া, এই খরচ দিয়েছে দেশ৷ তাঁর কোচ ও ফিজিও-য় দেওয়া হয়েছে৷ এই পুরো টিম যতবার বিদেশে গিয়ে ট্রেনিং করেছেন ততবার খরচ উঠিয়েছে ভারত সরকার৷ Photo- AP
advertisement
9/10
ফলে তিনি রুপো পেলেও হয়ত সকলের মনই একটু ভাঙত কিন্তু তাও ভারতের সর্বকালের সেরা ব্যক্তিগত অলিম্পিক্স পারফরমারকে নিয়ে গর্বে বুক ফোলাত কিন্তু তিনি যেভাবে বাকি চারটিই ফলস থ্রো করলেন এত বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার পরেও সেটাই কোথাও আনন্দের দিনে কাঁটার মতো খচখচ করছে৷ Photo- AP
advertisement
10/10
অথচ তাঁরই পরম বন্ধু পড়শি দেশ পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ারের পছন্দের  জ্যাভলিন কেনার খরচটা পর্যন্ত তাঁর দেশ দিতে পারেনি৷ গোটা গ্রাম নিজেদের ঘরের ছেলের জন্য একটু একটু করে টাকা জমিয়েছিল তিনি আজ বিশ্বমঞ্চের সেরা লড়াইতে দেশকে সোনা এনে দিলেন৷ Photo- AP
বাংলা খবর/ছবি/খেলা/
Expenditure on Neeraj Chopra: ৬টি থ্রোয়ের ৫টিই ফলস! নীরজের পিছনে খরচ হল কত কোটি, অঙ্কটা জানলে হিসেব গুলিয়ে যাবে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল