TRENDING:

রিং ছেড়ে বেছে নিলেন নতুন জীবন! WWE তারকা রিঙ্কু সিং এখন প্রেমানন্দ মহারাজের শিষ্য

Last Updated:
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, প্রাক্তন ডব্লিউডব্লিউই রেসলার ও বেসবল খেলোয়াড় রিংকু সিংকে।
advertisement
1/7
রিং ছেড়ে বেছে নিলেন নতুন জীবন! WWE তারকা রিঙ্কু  সিং এখন প্রেমানন্দ মহারাজের শিষ্য
গত কয়েক বছরে প্রেমানন্দ মহারাজের উপদেশ ও শিক্ষা অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়েছে। তাঁর অনুগামীদের মধ্যে শুধু সাধারণ মানুষই নয়, রয়েছেন বহু পরিচিত মুখও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেল এমন এক অনুসারীকে, যাকে কেউ ভাবতেও পারেনি — একসময়ের বিশ্বখ্যাত ক্রীড়াবিদ, শক্তি ও খ্যাতির প্রতীক এক মানুষ।
advertisement
2/7
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, প্রাক্তন ডব্লিউডব্লিউই রেসলার ও বেসবল খেলোয়াড় রিংকু সিংকে। বৃন্দাবনের প্রেমানন্দ জি মহারাজের আশ্রমের মেঝে ঝাড়ু দিচ্ছেন তিনি। এক আন্তর্জাতিক ক্রীড়াবিদকে আশ্রমে বিনম্র সেবামূলক কাজে অংশ নিতে দেখে নেটিজেনরা যেমন বিস্মিত, তেমনই আবেগাপ্লুত হয়েছেন।
advertisement
3/7
ভিডিওটিতে রিংকুর আশ্চর্যজনক রূপান্তর ধরা পড়েছে। শুরুতেই দেখা যায়, তিনি সন্ন্যাসীর পোশাক পরিহিত অবস্থায়, কপালে তিলক ও হাতে ঝাড়ু নিয়ে আশ্রমে সেবার কাজে ব্যস্ত।এরপর ভিডিওটি দেখায় তাঁর জীবনের যাত্রাপথ — কীভাবে তিনি প্রথমে একজন বেসবল খেলোয়াড় হন, তারপর ডব্লিউডব্লিউই রেসলার, এবং অবশেষে আধ্যাত্মিক জীবনে আত্মনিয়োগ করেন।ভিডিওর ক্যাপশনে লেখা ছিল
advertisement
4/7
ভিডিও অনুযায়ী, রিঙ্কুর যাত্রা শুরু হয়েছিল যখন তিনি ৮৭ মাইল প্রতি ঘণ্টা গতিতে একটি বেসবল ছুঁড়ে নজর কাড়েন। সেখান থেকেই শুরু হয় তাঁর পেশাদার কেরিয়ার, তিনি প্রথম ভারতীয় হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাইনর লিগে পেশাদার বেসবল খেলেন এবং সিঙ্গল স্তর পর্যন্ত পৌঁছান।তাঁর এই অনন্য যাত্রা নিয়েই ডিজনি ২০১৪ সালে একটি সিনেমা তৈরি করে, যার নামMillion Dollar Arm।
advertisement
5/7
সিনেমাটি রিংকু ও দিনেশ পাটেলের বাস্তব জীবনের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত, যেখানে তাঁরা দুজনই ক্রীড়া এজেন্ট জে. বি. বার্নস্টাইনের আয়োজন করা এক রিয়েলিটি শো-র মাধ্যমে নির্বাচিত হন।এরপর আসে তাঁর জীবনের পরবর্তী অধ্যায় — ২০১৮ সালে ডব্লিউডব্লিউই-তে যোগদান। সেখানে তিনি “Veer Mahaan” নামে পরিচিত হন। ভিডিওটিতে তাঁর রেসলিং কেরিয়ারের কিছু দৃশ্য দেখা যায়, যেখানে তিনি জন সিনা ও দ্য গ্রেট খালি-র মতো তারকাদের বিপক্ষে লড়েছেন। কপালে তিলক, ধুতি-প্রেরিত পোশাক ও রুদ্রাক্ষের মালা পরিহিত তাঁর দেশি লুক তাঁকে বিশ্ব রেসলিং মঞ্চে আলাদা পরিচিতি দেয়।
advertisement
6/7
ভিডিওটির সবচেয়ে আবেগঘন মুহূর্ত হলো তাঁর ও প্রেমানন্দ মহারাজের কথোপকথন।আধ্যাত্মিক গুরু তাঁকে বলেন — "যদি মনে হয় তুমি এই সংসারের যোগ্য হয়ে উঠেছ, তাহলে চলে এসো"এর উত্তরে রিংকু বিনীতভাবে, দু’হাত জোড় করে হাসিমুখে বলেন —"মনে হচ্ছে, আমি প্রস্তুত।"
advertisement
7/7
রিংকু সিং-এর পুরো নাম রিংকু সিং রাজপুত। তিনি ১৯৮৮ সালের ৮ আগস্ট, উত্তরপ্রদেশের বদোহি জেলার হোলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নয় ভাইবোনের বড় পরিবারে তাঁর বাবা ছিলেন গাড়িচালক। ছোটবেলা থেকেই রিংকুর খেলাধুলার প্রতি আগ্রহ ছিল — স্কুলজীবনে তিনি একাধিক খেলায় অংশ নিতেন এবং জাতীয় জুনিয়র স্তরে জ্যাভলিন থ্রো-তেও পদক জিতেছিলেন।
বাংলা খবর/ছবি/খেলা/
রিং ছেড়ে বেছে নিলেন নতুন জীবন! WWE তারকা রিঙ্কু সিং এখন প্রেমানন্দ মহারাজের শিষ্য
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল