এক মেয়ের মায়ের সঙ্গে প্রেম! কোর্ট-কাছারি হয়, ভারতীয় ক্রিকেটারের লড়াইয়ের বিয়ে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Anil Kumble love story- চেতনার প্রথম পক্ষের স্বামী মেয়েকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন। চেতনা বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন। তখনও কুম্বলে তাঁর পাশে ছিলেন। চেতনার মেয়ের নাম অরুণী।
advertisement
1/5

ক্রিকেটভক্তরা জানেন, লড়াই করতে কখনও ভয় পাননি তিনি। ভাঙা চোয়াল নিয়েও মাঠে নেমে লড়াই করেছিলেন। অনিল কুম্বলের সেই লড়াইয়ের কথা সমর্থকরা ভোলেননি। ব্যক্তিগত জীবনেও ভালবাসা পেতে লম্বা লড়াই করতে হয়েছিল অনিল কুম্বলেকে।
advertisement
2/5
অনেকেই জানেন না, চেতনা রামতীর্থকে প্রথম দেখাতেই ভালবেসে ফেলেছিলেন কুম্বলে। তবে চেতনা বিবাহিতা ছিলেন। এমনকী তাঁর একটি মেয়েও ছিল। তবে চেতনা তাঁর প্রথম বিয়েতে সুখী ছিলেন না। ফলে জীবন চালাতে ট্রাভেল এজেন্সিতে চাকরি নেন।
advertisement
3/5
১৯৯৮ সালে চেতনা প্রথম পক্ষের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। আদালতে মামলা হয়। পুরো সময়টাতে বন্ধুর মতো পাশে ছিলেন কুম্বলে। বিবাহবিচ্ছেদ হওয়ার পর চেতনাকে বিয়ের প্রস্তাব দেন কুম্বলে। তবে চেতনা রাজি হননি।
advertisement
4/5
আসলে চেতনা নতুন করে আর সম্পর্কে জড়াতে চাননি। এদিকে কু্ম্বলেও একরোখা। শেষমেশ কুম্বলেকে ভালবেসে ফেলেন চেতনা। তখন তাঁর মেয়ের বয়স চার বছর। সেই মেয়ের জন্যও দীর্ঘদিন লড়াই করতে হয়েছিল চেতনাকে।
advertisement
5/5
চেতনার প্রথম পক্ষের স্বামী মেয়েকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন। চেতনা বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন। তখনও কুম্বলে তাঁর পাশে ছিলেন। চেতনার মেয়ের নাম অরুণী। চেতনা ও কুম্বলের দুই সন্তান। এক মেয়ে ও এক ছেলে। অরুণীকেও নিজের মেয়ের মতোই স্নেহ করেন কুম্বলে।