TRENDING:

Euro 2024: ফাঁড়া কাটল না ইংল্যান্ডের, তরুণ তুর্কিদের পারফরম্যান্সে তুফানি খেল স্পেনের, ইংলিশ রক্ষণে আর্মাডার ধাক্কা, ২-১ গোলে ইউরো জিতল স্পেন

Last Updated:
Euro 2024: Spain vs England ম্যাচে ২-১ গোলে জয় স্পেনের৷
advertisement
1/10
ফাঁড়া কাটল না ইংল্যান্ডের, তরুণদের পারফরম্যান্সে তুফানি খেল স্পেনের, জিতল ইউরো
Euro 2024: ৩ বারের ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেন ২০২৪ ইউরো কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০২১-র ফাইনালিস্ট ইংল্যান্ডের৷ বার্লিনে জমজমাট রবিবার ইউরোপ সেরার ফাইনাল দেখল ফুটবল দুনিয়া৷ এদিন লা রোজা বাহিনীর হয়ে ম্যচের ৪৭ মিনিটে গোল করে নায়ক উইলিয়ামস জুনিয়র৷ এরপর ইংল্যান্ড এক গোল শোধ করলেও খেলার ৮৬ মিনিটে এরজাবালের গোলে ২-১ স্কোরলাইনে ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন৷ Photo- AP
advertisement
2/10
প্রথমার্ধের খেলায় দু পক্ষই অনেকটা মেপেজুপে ফুটবল খেলছিল৷ স্প্যানিশ বস লুই দে লা ফুয়েন্তের প্ল্যানিং বনাম গ্যারেথ সাউথগেটের মস্তিষ্কের ব্লু প্রিন্ট মাঠে ফুটিয়ে তুলছিল দুই দলই৷ প্রথমার্ধে বল দখলের হিসেবে অনেকটাই এগিয়ে ছিল স্পেন৷ বল পজেশন তাঁদের শতাংশের হিসেব ৬৬ শতাংশ৷ Photo- AP
advertisement
3/10
তবে এদিন প্রথমার্ধে প্রায় পুরোটাই জোনাল মার্কিংয়ে খেলতে হয় তরুণ তুর্কি ইয়ামেলকে৷ গোলমুখী আক্রমণেও ইংল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে ছিল স্প্যানিশ আর্মাডা৷ তবে গোল লক্ষ্য করে প্রথমার্ধে একটিই কার্যকরী শট ছিল সেটি ছিল ইংল্যান্ডের৷ Photo- AP
advertisement
4/10
বার্লিনের অলিম্পিয়াস্টেডিয়ানে এদিন চতুর্থ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে নামা স্পেন বনাম ১৯৬৬-র পর ফের একবার কোনও বড় খেতাব জেতার লক্ষ্যে থাকা ইংল্যান্ডের প্রথমার্ধের লড়াইতে দুপক্ষই সেভাবে মারাত্মক আক্রমণের ঝাঁঝ দেখায়নি৷ Photo- AP
advertisement
5/10
ফ্রান্সের বিরুদ্ধে বিস্ময়কর গোল করা ইয়ামেলের দিকে নজর থাকলেও ইংলিশ ডিফেন্ডাররা প্রথমার্ধে তাঁকে বিশেষ সুবিধা করতে দেবেন না এটাই ছিল প্ল্যানিং ফলে বোতলবন্দি হয়েই থাকতে হয় তাঁকে৷ Photo- AP
advertisement
6/10
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২-১ গোলে জয়ের অক্সিজেন নিয়েই এদিন মাঠে নেমেছিল থ্রি লায়ন্স৷ তবে বিরতির পর নামা স্পেন দল একেবারে শুরুতেই বিপক্ষের গোল দুর্গে আঘাত হেনে দেয়৷ Photo- AP
advertisement
7/10
তরুণ উইলিয়ামস এদিন শুরু থেকে ঝাঁঝের ঝলক দেখাচ্ছিলেন ৪৭ মিনিটে তাঁর পা থেকেই আসে প্রথম গোল৷ ২২ বছরের উইলিয়ামস এদিন লেফট উইং দিয়ে ক্ষিপ্র গতিতে উঠে এক ডিফেন্ডার ও ইংলিশ গোলরক্ষককে পরাস্ত করে স্পেনের হয়ে ফাইনালের প্রথম গোলটি করে দেন৷ এই গোলের পাসটি ছিল জোনাল মার্কিংয়ে বন্দি থাকা ইয়ামেলের৷৷ Photo- AP
advertisement
8/10
১৯৬৪, ২০০৮, ২০১২-র পর ফের একবার ইউরো সেরা হওয়ার স্পেনের হাতছানিতে গোলের মালা পরতে পারত ইংল্যান্ড৷ কিন্তু ইংলিশ গোলরক্ষক এদিন যেন সুপারম্যান হয়ে গোলদুর্গ রক্ষার দায়িত্বে ছিলেন জর্ডন পিকম্যান৷  Photo- AP
advertisement
9/10
৭৩ মিনিটে ইংলিশ সমর্থকরাও আনন্দে ভেসে যান ,  থ্রি লায়ন্সকে ফাইনালে সমতায় ফেরান তরুণ কোল পালমার৷ বেলিংহ্যামের বাড়ানো বল ডি -র বাইরে থেকে গোলে ঢুকিয়ে দেন ২২ বছরের পালমার৷ লং রেঞ্জের ওই শটের গতি আটকানো সম্ভব ছিল না  স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনের৷ Photo- AP
advertisement
10/10
এদিকে ইংলিশদের সঙ্গে ১-১ স্কোরলাইন হওয়ার পর জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠা স্পেন ফের গোলমুখ খুলে ফেলে৷ ওয়েরজাবাল ম্যাচের ৮৬ মিনিটে লাল-হলুদ আর্মাডার হয়ে দ্বিতীয় গোলটি দেগে দেন৷ Photo- AP
বাংলা খবর/ছবি/খেলা/
Euro 2024: ফাঁড়া কাটল না ইংল্যান্ডের, তরুণ তুর্কিদের পারফরম্যান্সে তুফানি খেল স্পেনের, ইংলিশ রক্ষণে আর্মাডার ধাক্কা, ২-১ গোলে ইউরো জিতল স্পেন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল