উফ, কি হট ! ইংলিশ ফুটবলারদের বান্ধবীদের দেখলে চমকে যাবেন, পুরো আগুন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
England football WAGS will set the temperature high with sexy looks in Qatar World Cup. ইংল্যান্ড ফুটবলারদের বান্ধবীদের দেখলে নিজেকে সামলাতে পারবেন না
advertisement
1/6

ইংলিশ রাইট ব্যাক কাইল ওয়াকারের বান্ধবী অ্যানি কিলনার। পেশায় মডেল এই সুন্দরী ইংলিশ ফুটবলারটির সঙ্গে দীর্ঘদিন প্রেম করতেন। বিয়ে না হলেও তাদের তিন সন্তান রয়েছে
advertisement
2/6
এইনে মে কেনেডি, ইংল্যান্ডের ফুটবলার কনর ঘ্যালাঘরের বান্ধবী। বয়ফ্রেন্ডের থেকে তিন বছরের বড় বয়সে। রূপের ঝলকানিতে ঝড় তুলবেন কাতারে
advertisement
3/6
ইংলিশ ফুটবলার কোনোর কয়াদির স্ত্রী অ্যামি। ইংল্যান্ডের মূল দলে হয়তো সুযোগ পাবেন না তার স্বামী। তবে সৌন্দর্যের আলো ছড়াবেন অ্যামি
advertisement
4/6
কেনেডি অ্যালেক্সা, ইংল্যান্ড ফুটবলার জেমস ম্যাডিসনের বান্ধবী। চাবুক ফিগার। কাতারে জেমসকে ভাল খেলানোর পেছনে তার অবদান থাকবে অনেকটাই
advertisement
5/6
ইংল্যান্ড দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরের স্ত্রী ফার্ন হকিন্স। শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করার পাশাপাশি গান বাজনাও করেন। দুই কন্যা সন্তানের মা এই সুন্দরী
advertisement
6/6
ইংল্যান্ডের অন্যতম সেরা ফুটবলার জ্যাক গ্রিলিশের বান্ধবী সাশা আতেউদ। বিশ্বকাপে ফুটবলারদের সুন্দরী বান্ধবীদের মধ্যে এবার তিনিও অন্যতম আকর্ষণ