TRENDING:

Lauren Bell : পরম সুন্দরী...! মেয়েদের আইপিএলের 'আকর্ষণ' তিনি, এই ক্রিকেটারের সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা, এবার খেলবেন আরসিবিতে

Last Updated:
Lauren Bell RCB WPL Auction 2026: লরেন বেলকে দলে নিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মোকাবিলা হয়েছিল মুম্বই ইন্ডিয়ন্সের সঙ্গে। ৩০ লাখ টাকার বেস প্রাইসে লরেন বেলের জন্য বিডিং শুরু করেছিল আরসিবি।
advertisement
1/6
পরম সুন্দরী...! মেয়েদের আইপিএলের 'আকর্ষণ' তিনি! এই ক্রিকেটারকে চেনেন?
স্মৃতি মান্ধানার নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মোট ৪ জন খেলোয়াড়কে রিটেন করেছিল। নিলামে আরসিবি মোট ১২ জন খেলোয়াড়কে দলে নিয়েছে, যার ফলে ১৬ জনের একটি শক্তিশালী দল গড়ে উঠেছে। এই দল নিয়ে তারা আগামী মরসুমে ট্রফি ডিফেন্ড করতে নামবে। নিলামে তারা সবচেয়ে বেশি অর্থ লরেন বেলকে দিয়েছে, এবং এরপর থেকেই তিনি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন।
advertisement
2/6
লরেন বেলকে দলে নিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মোকাবিলা হয়েছিল মুম্বই ইন্ডিয়ন্সের সঙ্গে। ৩০ লাখ টাকার বেস প্রাইসে লরেন বেলের জন্য বিডিং শুরু করেছিল আরসিবি। মুম্বই ইন্ডিয়ন্সও তাঁর প্রতি প্রবল আগ্রহ দেখিয়ে ক্রমাগত বিড বাড়াতে থাকে। দীর্ঘ নিলাম-লড়াইয়ের পর আরসিবি ৯০ লাখ টাকায় তাঁকে দলে অন্তর্ভুক্ত করে। এই নিলামে তিনি আরসিবির সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন। আরসিবিতে যোগ দেওয়ার পর তিনি এক পোস্টে লিখেছেন, ‘আমি খুবই খুশি। আরসিবির জার্সিতে মাঠে নামার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
advertisement
3/6
লরেন বেল সম্পর্কে জেনে নেওয়া যাক। লরেন বেল ইংল্যান্ডের এক পেসার। ৬ ফুট ২ ইঞ্চি লম্বা এই বোলার এখনও পর্যন্ত ৫টি টেস্ট, ৩১টি ওয়ানডে এবং ৩৬টি টি–২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। মোট ১১২টি উইকেট নিয়েছেন। তাঁর বয়স ২৪ বছর। তাঁকে বিশ্বের সবথেকে সুন্দরী ক্রিকেটারদের তালিকাতেও রাখা হয়।
advertisement
4/6
আরসিবিতে যোগ দেওয়ার পর থেকেই লরেন বেলের সৌন্দর্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। তাঁর স্টাইল ও গ্ল্যামারাস লুক দেখে ভক্তরা মুগ্ধ। নিলামে আরসিবি তাঁকে কিনতেই তিনি মুহূর্তে ইন্টারনেট ক্রাশে পরিণত হন। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তো তাঁকে ‘ডব্লিউপিএল ২০২৬ দেখার কারণ’ বলেও উল্লেখ করেছেন।
advertisement
5/6
সুইন্ডনে জন্ম নেওয়া লরেন ১৬ বছর বয়সে ক্রিকেটের জগতে প্রবেশ করার আগে রিডিং এফসি অ্যাকাডেমির ফুটবলার ছিলেন। তাঁর বাবা তাঁকে ক্রিকেটের জন্য উৎসাহিত করেন। লরেন ২০২২ সালে টেস্ট, ওয়ানডে এবং টি–২০ আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেন। তাঁর ন্যাচারাল সুইং, বাউন্স এবং গতি তাঁকে মহিলা ক্রিকেটের সবচেয়ে কার্যকরী পেসারদের মধ্যে একজন করে তুলেছে।
advertisement
6/6
এই তারকা পেসার WPL কেরিয়ারে ইউপি ওয়ারিয়র্সের একজন ছিলেন। কিন্তু খেলার সুযোগ পাননি। এখন আসন্ন মরসুমে তিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে ঝড় তোলার ইচ্ছা নিয়ে ভারতে আসছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Lauren Bell : পরম সুন্দরী...! মেয়েদের আইপিএলের 'আকর্ষণ' তিনি, এই ক্রিকেটারের সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা, এবার খেলবেন আরসিবিতে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল