Viral|Sam Billings smooches Sarah Cantlay: নীল জলে Hot ছবি! T20 World Cup শেষ পাকাদেখায় ঠোঁটঠাসা চুমুতে ভিজিয়ে দিলেন Girlfriend-কে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Love is in the Air|T20 World Cup 2021|Sam Billings|Sarah Cantlay|ECB|Sam Billings got Engaged: 'ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড গড় প্রেমের পদ্যটাই বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই ৷'
advertisement
1/7

T20 বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021)শেষ হয়েছে, ঠিক এর কিছুদিন পরেই ইংল্যান্ড দলের ক্রিকেটার স্যাম বিলিংm তাঁর গার্লফ্রেন্ড সারা ক্যান্টলির সঙ্গে পাকাদেখা (Engagement) সেরে রাখলেন ৷ বিলিংস নিউজিল্যন্ডের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছিলেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/7
বিলিংসের বাকদত্তা একজন টেনিস খেলোয়াড় ৷ তাঁর কেরিয়ারে অনেক পুরস্কার জিতেছেন ৷ তিনি সাইকোলজিতে স্নতাক পাশ করেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/7
স্যাম বিলিংস ও সারা কেন্টলে মলদ্বীপের মাঝ সমুদ্রে পাকাদেখা সেরে ফেললেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/7
বিলিংস সোশ্যাল মিডিয়ায় পাকাদেখার বেশ কিছু ছবি পোস্ট করেছেন ৷ যেখানে সারাকে তিনি নিজে হাতে পাকাদেখার আংটি পড়িয়েছেন ৷ এরসঙ্গেই ক্যাপশান লিখেছেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/7
T20 বিশ্বকাপে বিলিংসের পারফরমেন্সের কথা বলতে গেলে বলা যায় যে তিনি একটি মাত্র ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন ৷ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করার সুযোগ তিনি পাননি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
6/7
প্রতিযোগিতার প্রথমের দিকে ২টি ওয়ার্ম আপ ম্যাচের অপরাজিত ২৭ রান করেছিলেন তিনি ৷ ভারতের বিরুদ্ধে ব্যাট করার সুযোগ পাননি তিনি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
7/7
বিলিংস ইংল্যান্ডের হয়ে ২৫টি একদিনের ক্রিকেটে মোট ৬০৭ রান ও ৩৩ টি২০-তে ৪১৭ রান করেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷