লজ্জাজনক...! ইংল্যান্ডের ৮৫ রানে অল আউট হওয়াকে এভাবেই ব্যাখা প্রাক্তনদের
Last Updated:
advertisement
1/6

ঠিক দশ দিন আগের খবর। লর্ডসে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই লর্ডসেই লজ্জা রুটদের। Photo Courtesy: ICC/Twitter
advertisement
2/6
প্রথম টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৮৫ রানেই অলআউট ইংল্যান্ড।
advertisement
3/6
দু’অঙ্কের রানে পৌঁছলেন ইংল্যান্ডের মাত্র তিন ব্যাটসম্যান।
advertisement
4/6
ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম ধাক্কা। যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হয়নি ইংরেজদের।
advertisement
5/6
এক সময়ে ৪৩ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। সর্বোচ্চ ২৩ রান জো ডেনলির। ১৩ রানে পাঁচ উইকেট নিয়ে অভিষেকেই তারকা হয়ে গেলেন আইরিশ পেসার টিম মুর্তাঘ।
advertisement
6/6
প্রথমবার টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই পারফরম্যান্সে স্বভাবতই হতাশ ইংল্যান্ডের প্রাক্তনরা ৷ প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভনের মতে, ‘‘ এই পারফরম্যান্স অত্যন্ত লজ্জাজনক ৷ ‘হোম অফ ক্রিকেট’ লর্ডসে খেলতে নেমেছ ৷ তাও আবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৷ সেখানে ৮৫ রানে অল আউট হলে আর কিছু বলার থাকে না ৷’’