সৌরভের বাড়িতে বিয়ের সানাই! শ্বশুরমশাই হয়ে গেলেন দাদা! বছরের শুরুতেই বড় সুখবর
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Sourav Ganguly- একই ফ্রেমে দেখা যায় সৌরভ-সানা-ডোনাকে। বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারে এখন খুশির হাওয়া।
advertisement
1/7

প্রথম দিন সপরিবারে এক ফ্রেমে সৌরভ গঙ্গোপাধ্যায়। কালো পোশাকে নজর করলেন সৌরভ ডোনা সানা। তবে শুধু জমকালো পোশাক নয়, নতুন দায়িত্বে সৌরভ। শ্বশুরের ভূমিকায় মহারাজ।
advertisement
2/7
সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়ের এনগেজমেন্ট হল। স্নেহা ও নিখিলের এনগেজমেন্ট উপলক্ষে বছরের প্রথম দিন গঙ্গোপাধ্যায় পরিবারে সানাইয়ের সুর।
advertisement
3/7
স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়ের প্রথম পক্ষের কন্যা স্নেহা। কিছুদিন আগেই তাঁর বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল। মা, মোম গঙ্গোপাধ্যায় নভেম্বর মাসেই মেয়ের এনগেজমেন্ট এর খবর সোশ্যাল মিডিয়ার পোস্ট করেন।
advertisement
4/7
জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গোপাধ্যায় পরিবারের আত্মীয়-স্বজন। এদিন সৌরভ কালো পাঞ্জাবি ও কালো শালে ধরা দেন। কালো পাঞ্জাবিতে সাদা রঙের নকশা করা কাজ। আর শালে গোল্ডেন নকশার কাজ।
advertisement
5/7
সৌরভের পোশাকের সঙ্গে তাল মিলিয়ে সানা এবং ডোনাও কালো রঙের পোশাক পরেছিলেন। তিনজনেই এদিন দেদার ছবি তোলেন। খোশমেজাজে দেখা যায় দাদাকে।
advertisement
6/7
এর আগে স্নেহার মা মোম ইনস্টা পোস্টে জানিয়েছিলেন, মেয়ের জীবনে সদ্য একজন এসেছেন। আর দুজনকে একসঙ্গে দেখে তিনি যে বেশ খুশি সেটাও জানিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মেয়ে ও তাঁর প্রেমিকের ছবি শেয়ার করেন মোম। বেশ একটা রোম্যান্টিক মেজাজে স্নেহা ও তাঁর প্রেমিককে দেখা গিয়েছিল।
advertisement
7/7
একই ফ্রেমে দেখা যায় সৌরভ-সানা-ডোনাকে। বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারে এখন খুশির হাওয়া।