TRENDING:

কেউ দশম, কেউ দ্বাদশ শ্রেণি পাশ...দেখে নিন ভারতীয় ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতা

Last Updated:
advertisement
1/9
কেউ দশম, কেউ দ্বাদশ শ্রেণি পাশ...দেখে নিন ভারতীয় ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতা
• চলছে আইসিসি-র বিশ্বকাপ টুর্নামেন্ট ৷ বিশ্বের দরবারে জোরদার শুরুয়াৎ করেছে টিম ইন্ডিয়া ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় ছিল সহজ ৷ এরপর রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়াকেও ৩৬ রানে পরাস্ত করেছে কোহলি ব্রিগেড ৷ জানেন কী, ভারতের এই ক্রিকেট টিমে কার শিক্ষাগত যোগ্যতা কত?
advertisement
2/9
• এম এস ধোনি: পুরোদমে খেলা শুরুর আগে দশম শ্রেণি পর্যন্ত শেষ করেছিলেন ধোনি ৷ এরপর খেলার সময় বাঁচিয়ে বেশ কষ্ট করেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়েছিলেন ভারতীয় টিমের বর্তমান মেরুদণ্ড ৷ পড়াশোনা করার প্রবল আগ্রহ নিয়ে মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে বি.কম নিয়ে নামও লেখান ধোনি ৷ কিন্তু সেই পড়া শেষ করতে পারেননি ৷
advertisement
3/9
• বিরাট কোহলি: বিশাল ভারতী পাবলিক স্কুলে পড়াশোনা শুরু ৷ ক্লাস নাইন সেখানেই পড়েছিলেন বিরাট ৷ এরপর ক্রিকেটে মনোনিবেশ করার জন্য তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছিল স্যাভিয়ের কনভের পশ্চিম বিহারে ৷ সেখানেই ক্লাস টুয়েলভ পাশ করেন কোহলি ৷ পড়াশোনায় খুবই ভাল ছিলেন তিনি ৷ কিন্তু এরপর আর পড়া এগিয়ে নিয়ে যেতে পারেননি ৷
advertisement
4/9
798992-shikhar-dhawan-pti
advertisement
5/9
• যশপ্রীত বুমরাহ: দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন এই মুহূর্তে বিশ্বের নম্বর ওয়ান বোলার ৷
advertisement
6/9
• রোহিত শর্মা: স্কুলিং শুরু আওয়ার লেডি অব ভেলাকানি-তে ৷ দারুণ ক্রিকেট খেলার জন্য স্কুলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতেন তিনি ৷ স্কুলের পর অবশ্য আর এগিয়ে নিয়ে যায়নি পড়াশোনা ৷
advertisement
7/9
• হার্দিক পান্ডিয়া: ক্লাস নাইন পর্যন্তই পড়াশোনা করেছেন হার্দিক ৷
advertisement
8/9
• সুরেশ রায়না: স্কুলের গণ্ডি পর্যন্তই পড়াশোনা করেছেন সুরেশ ৷
advertisement
9/9
• রবিচন্দ্রন অশ্বিন: পদ্ম শেষাদ্রী বালা ভবনে স্কুলিং শুরু ৷ সেখান থেকে সেন্ট বেদে’জ ৷ এরপর এসএসএন কলেজ থেকে আইটি-তে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন অশ্বিন ৷
বাংলা খবর/ছবি/খেলা/
কেউ দশম, কেউ দ্বাদশ শ্রেণি পাশ...দেখে নিন ভারতীয় ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল