TRENDING:

KKR Eden Gardens Pitch Controversy: অজিঙ্ক রাহানে প্রমাণ করে দিলেন তাঁর দাবি ঠিক, বোলাররা জেতাতে পারে ম্যাচ, চিপকের পিচ দিল প্রমাণ

Last Updated:
KKR Eden Gardens Pitch Controversy: পিচ নিয়ে কম জলঘোলা হচ্ছে না, আর চিপকের পিচে কেকেআরের দারুণ পারফরম্যান্স বিতর্ক আরও ঘি দিল
advertisement
1/8
রাহানে প্রমাণ করে দিলেন তাঁর দাবি ঠিক, বোলাররা জেতাতে পারে ম্যাচ, চিপকের পিচ দিল প্রমাণ
Eden Gardens Pitch:  এই মরশুেম আইপিএলে নিজেদের ওপেনিং ম্যাচে আরসিবি-র কাছে ইডেনে হেরেছিল কেকেআর৷ আর ঠিক তারপর থেকেই  বিরাট পিচ বিতর্ক একটু একটু করে শুরু হয়েছে৷ একাধিকবার একাধিকভাবে কেকেআর অধিনায়ক চেয়েছেন ইডেনে বোলিং সহায়ক ট্র্যাক হোক , আর সেটা কোনওভাবেই শোনেননি ইডেনের পিচ কিউরেটর৷
advertisement
2/8
কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে প্রমাণ করে দিলেন তাঁর দাবি ঠিক, বোলাররা জেতাতে পারে ম্যাচ, চিপকের পিচ বোলিং সহায়কে কেকেআর ২০ ওভারে ৯ উইকেট তুলে নেয় সিএসকে-র৷ আর রানও করতে পারে ধোনির দল মাত্র ১০৩৷ Photo- AP
advertisement
3/8
এদিন কেকেআরের জার্সি গায়ে সুনীল নারিন ৩ উইকেট, বরুণ চক্রবর্তী ২ উইকেট, হর্ষিত রানা ২ উইকেট, নেন৷ এছাড়াও ১ টি করে উইকেট নেন বৈভব অরোরা ও মুইন আলি৷
advertisement
4/8
আইপিএলে প্রধানত ব্যাটিং ধামাকাই নির্ধারিত করে দেয় ম্যাচের ভাগ্য, সেখানে কেকেআর এদিন বোলিং সহায়ক পিচে বোলিং পুঁজি করে ম্যাচ বার করে নিয়ে গেল সগৌরবে৷
advertisement
5/8
ইডেনে কেকেআরের শেষ ম্যাচে এলএসজি-র বিরুদ্ধে দু পক্ষ মিলিয়ে উঠেছিল ৪৫০ -র মতো রান, তাতেই ইডেন পিচ কিউরেটরের দাবি ছিল এই পিচও ভাল না হলে ভাল পিচ কাকে বলে৷
advertisement
6/8
শুক্রবার লো স্কোরিং ম্যাচে ৫৯ বল বাকি থাকতে ৮ উইকেটে জেতা দল কেকেআর আইপিএল পয়েন্ট টেবলে ৩ নম্বরে উঠে এল এবং নেট রানরেটও এক ঝটকায় বাড়িয়ে নিল যা দাঁড়াল ০.৮০৩৷ Photo- AP
advertisement
7/8
অর্থাৎ প্রমাণ হল যে দলের যেটা শক্তি সেই দল সেই শক্তি নিয়েই বিপক্ষকে মাত দিতে পারে৷ তাই হোম টিম হিসেবে কেকেআর যদি ইডেনে বোলিং সহায়ক পিচ চায় তাহলে তাতে কোনও বাড়তি ঘ্যানঘ্যানানি নেই৷
advertisement
8/8
সূত্রের খবর অনুসারে ইডেনের পক্ষ থেকে জানানো হয়েছিল বিসিসিআই গাইডলাইন্স মেনেই আইপিএল পিচ হয় সেখানে তাহলে কী করে চিপকের পিচ তৈরি হয় তারা কি তাহলে বিসিসিআই গাইডলাইন্স মানেনি৷ এটাই এখন কেকেআর ফ্যানদের মধ্যে লাখ টাকার প্রশ্ন৷
বাংলা খবর/ছবি/খেলা/
KKR Eden Gardens Pitch Controversy: অজিঙ্ক রাহানে প্রমাণ করে দিলেন তাঁর দাবি ঠিক, বোলাররা জেতাতে পারে ম্যাচ, চিপকের পিচ দিল প্রমাণ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল