TRENDING:

East Medinipur News: পূর্ব মেদিনীপুরের মেয়ে জায়গা করে নিল জাতীয় ফুটবল দলে, আকাশ ছোঁয়ার স্বপ্ন ঠাণ্ডামণি বাস্কের

Last Updated:
East Medinipur News: জেলা থেকে জাতীয় দলে জায়গা পেল কোলাঘাটের ঠাণ্ডামণি বাস্কে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ঠাণ্ডামণি বাস্কে বয়স ভিত্তিক ফুটবল জাতীয় দলের পর সিনিয়ার জাতীয় দলে জায়গা করে নিল।
advertisement
1/6
পূর্ব মেদিনীপুরের মেয়ে জায়গা করে নিল জাতীয় ফুটবল দলে, আকাশ ছোঁয়ার স্বপ্ন ঠাণ্ডামণি বাস্কের
জেলা থেকে জাতীয় দলে জায়গা পেল কোলাঘাটের ঠাণ্ডামণি বাস্কে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ঠাণ্ডামণি বাস্কে বয়স ভিত্তিক ফুটবল জাতীয় দলের পর সিনিয়ার জাতীয় দলে জায়গা করে নিল। আর তাঁর এই সাফল্যে যথেষ্ট খুশির হাওয়া কোলাঘাট জুড়ে, জানা গিয়েছে একাধিক প্রশিক্ষকদের প্রচেষ্টায় এবং বহু কষ্ট করে এই জায়গা করে নিয়েছে ঠাণ্ডামণি।
advertisement
2/6
কোলাঘাটের সাগরবাড় বি এস বিদ্যাভবনের নবম শ্রেণির ছাত্রী ঠাণ্ডামণি। বড়িশা গ্রামের মেয়ে ঠান্ডামণি তৃতীয় শ্রেণি থেকে ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে। কোলাঘাট অ্যাকাডেমি অব স্পোর্টসে শুক্লা দে ও বিশাল ঘোড়ই ছিলেন তার প্রশিক্ষক। ২০২৩ সালে ওড়িশার কটকে মিতা অ্যাকাডেমিতে গিয়েছিল। সেখান থেকে ফিরে রাজ্য দলে সুযোগ পায়। পঞ্জাবের অমৃতসরে অনূর্ধ্ব-১৪ ন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে খেলে।
advertisement
3/6
ঠাণ্ডামণি পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই ফুটবলের প্রশিক্ষণ নিত কোলাঘাটে। লক্ষ্য ছিল ভারতের জাতীয় দলের হয়ে খেলা। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ঠাণ্ডামণি। বর্তমানে অনূর্ধ্ব ১৭ জাতীয় মহিলা ফুটবল টিমের অন্যতম ভরসাযোগ্য খেলোয়াড় ঠাণ্ডামণি বাস্কে।
advertisement
4/6
কোলাঘাট অ্যাকাডেমি অব স্পোর্টসের ফুটবল প্রশিক্ষক শুক্লা দে জানান, 'একটা সময় কোলাঘাট থেকে বহু ফুটবলাররা কলকাতার মাঠে দাপটের সঙ্গে খেলেছে। মাঝে ছেদ পড়েছিল। ঠান্ডা মনি বাসকে এখন জাতীয় দলের নিয়মিত ফুটবলার। এর পাশাপাশি প্রতিমা বাঙাল, অন্তরা দোলই সহ একাধিক প্রতিধর ফুটবলার উঠে আসছে কোলাঘাট থেকে। ঠাণ্ডামণির এই সফলতা উদ্বুদ্ধ করেছে অনেককেই।'
advertisement
5/6
পঞ্জাবের অমৃতসরে অনূর্ধ্ব-১৪ ন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে খেলে। মিডফিল্ডার ঠাণ্ডামণি এই খেলায় গোলও করেছিল। ডাক পেয়েছিল জাতীয় শিবিরে। এই বছরই ঠাণ্ডামণি ওড়িশার অনূর্ধ্ব-১৭ রাজ্য দলের হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলেছ। বর্তমানে জাতীয় দলের হয় ব্যস্ত ঠাণ্ডামণি।
advertisement
6/6
চলতি বছর জুলাই মাসে সাফ কাপের জন্য একমাস বেঙ্গালুরুতে জাতীয় শিবির হয়। এই শিবিরে ছিল ঠাণ্ডামণি। ২৩ জনের দলে সুযোগ পেয়ে সাফ কাপ খেলতে সে ভুটান রয়েছে। প্রথম একাদশে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে বলে জানায় ঠাণ্ডামণি।
বাংলা খবর/ছবি/খেলা/
East Medinipur News: পূর্ব মেদিনীপুরের মেয়ে জায়গা করে নিল জাতীয় ফুটবল দলে, আকাশ ছোঁয়ার স্বপ্ন ঠাণ্ডামণি বাস্কের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল