East Bengal vs Mohun Bagan: সুপার কাপ ফাইনালের ৫ দিন পর ফের ডার্বি, আইএসেলের জোড়া ইস্ট-মোহন ম্যাচের দিন ঘোষণা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
East Bengal vs Mohun Bagan: ১৯ জানুয়ারি সুপার কাপের ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেই ম্যাচে ৩-১ গোলে বাগানকে হারিয়ে মরশুমের দ্বিতীয় ডার্বি জয় পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। ঘোষিত হলে আইএসএলের জোড়া ডার্বির সূচি।
advertisement
1/6

১৯ জানুয়ারি সুপার কাপের ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেই ম্যাচে ৩-১ গোলে বাগানকে হারিয়ে মরশুমের দ্বিতীয় ডার্বি জয় পেয়েছে লাল-হলুদ ব্রিগেড।
advertisement
2/6
সুপার কাপের ডার্বির ২ সপ্তাহের মধ্যে ফের একবার মুখোমুখিহতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বি ক্লাব। আগামি ৩ ফেব্রুয়ারি সল্টলেক স্টেডিয়ামে ফের একবার ইস্ট-মোহন দ্বৈরথ।
advertisement
3/6
আগামী ৩১ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় পর্বের খেলা। কিন্তু লক্ষ্মী পুজোর কারণে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল আইএসএল প্রথম পর্বের ডার্বি হয়নি।
advertisement
4/6
দ্বিতীয় পর্বের যে সূচি ঘোষণা হয়েছে তাতে ইস্ট-মোহনের দুই পর্বের ডার্বিরই তারিখ ঘোষণা হয়েছে। ৩ ফেব্রুয়ারি আইএসএলের প্রথম পর্বের ডার্বি। মোহনবাগানের হোম ম্যাচ ৩ তারিখের ডার্বি।
advertisement
5/6
৩ ফেব্রুয়ারির ৩৬ দিন পর আইএসএলের দ্বিতীয় পর্বের ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ১০ মার্চ হবে দ্বিতীয় পর্বের কলকাতা ডার্বি। সেটি লাল-হলুদের হোম ম্যাচ।
advertisement
6/6
তবে বর্তমানে ডার্বি নয়, আগামি রবিবার সুপার কাপের ফাইনালে নামবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ওড়িশা। ডুরান্ড কাপ হাতছাড়া হলেও মরশুমের দ্বিতীয় প্রতিযোগিতায় ফাইনালে উঠে ট্রফি জিতেই শহরে ফেরা লক্ষ্য কার্লেস কুয়াদ্রাতের দলের।