EB vs MB: কবে-কোথায়-কখন হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ফিরতি ডার্বি? পাওয়া গেল বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
East Bengal vs Mohun Bagan: গঙ্গাসাগর মেলার জন্য ১১ জানুয়ারি কলকাতায় নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এবার জানা গেল কবে-কোথায়-কখন হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের আইএসএলের ফিরতি ডার্বি।
advertisement
1/5

গঙ্গাসাগর মেলার জন্য ১১ জানুয়ারি কলকাতায় নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। সেই কারণে ওই দিন আইএসএলের ফিরতি ডার্বি সল্টলেক স্টেডিয়ামে করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিল প্রশাসন।
advertisement
2/5
তারপর থেকেই ডার্বি নিয়ে চলছিল টানাপোড়েন। পুলিশ-প্রশাসনের সঙ্গে কথা বলে মোহনবাগানের তরফ থেকে ১১ তারিখ কলকাতাতেই ডার্বি করার একটা শেষ চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা হয়ে ওঠেনি।
advertisement
3/5
ফলে ১১ জানুয়ারি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি হবে কিনা তা নিয়েই অনিশ্চয়তা দানা বেঁধেছিল। তবে এফএসডিএলের সূচি অনুযায়ী ওই দিনই ডার্বি করতে হত। অবশেষে ইস্ট-মোহন ফিরত ডার্বি নিয়ে কাটল সব জট। ১১ তারিখই হবে বড় ম্যাচ।
advertisement
4/5
তবে বদলে গিয়েছে ডার্বির ভেন্যু। প্রাথমিকভাবে কলকাতার সম্ভাবনা বাতিল হতে প্রাথমিকভাবে উঠে এসেছিল ৩টি মাঠের নাম। ওড়িশা, জামশেদপুর ও দিল্লি। তবে শেষ পর্যন্ত এই তিন মাঠেই নানা কারণে ডার্বি আয়োজন সম্ভব হয়নি।
advertisement
5/5
অবেশেষে শেষ পর্যন্ত গুয়াহাটিকে বেছে নেওয়া হয় ডার্বির কেন্দ্র হিসাবে। আগামী ১১ জানুয়ারি সেখানেই আইএসএলের ফিরতি ডার্বিতে খেলতে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। নির্ধারিত সময় ৭.৩০ পিএম থেকেই শুরু হবে ম্যাচ।