East Bengal vs Mohun Bagan: ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি, কেমন হতে চলেছে দুই দলের একাদশ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Durand Cup 2023 Final East Bengal vs Mohun Bagan: আজ ডুরান্ড কাপের মেগা ফাইনাল। প্রায় ২ দশক পর ফের একবার ডুরান্ড ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাব ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনালে কেমন হতে চলেছে দুই দল, জেনে নিন বিস্তারিত।
advertisement
1/6

আজ ডুরান্ড কাপের মেগা ফাইনাল। প্রায় ২ দশক পর ফের একবার ডুরান্ড ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাব ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট।
advertisement
2/6
প্রতিযোগিতার প্রথম পর্বের সাক্ষাতে ইস্টবেঙ্গলের কাছে হারের পর এই ম্যাচ মোহনবাগানের কাছে বদলার ম্যাচ। ২০০৪ সালে ডুরান্ডে কাপের ফাইনালেও ইস্টবেঙ্গলের কাছে হেরেছিল মোহনবাগান।
advertisement
3/6
অপরদিকে, ডুরান্ডের প্রথম পর্বের সাক্ষাতে জয়ের পর ইস্টবেঙ্গল ফ্যানেরা আরও একবার ডার্বি জিতে ট্রফি জয়ের আশায় বুক বাধছে। সোনালী দিন ফেরার স্বপ্ন দেখছে লাল-হলুদ শিবির।
advertisement
4/6
মেগা ম্যাচে দুই দল কোন ছকে দল নামাবে, কোন একাদশ খেলাবে তা নিয়েও ফ্যানেদের মধ্যে রয়েছে জল্পনা। এখনও পর্যন্ত যা খবর তাতে ৪-৪-২ ছকে দল নামাতে চলেছেন হুয়ান ফেরান্দো ও ৪-৫-১ ছকে দল নামাতে চলেছেন কার্লেস কুয়াদ্রাত।
advertisement
5/6
এক ঝলকে দেখে নিন ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ- প্রভসুখন গিল, হরমনজ্যোত সিংহ খাবরা, জর্ডান এলসে, লালচুংনুঙ্গা, হোসে পারদো, এডউইন ভ্যান্সপল, নন্দকুমার, নিশু কুমার, সাউল ক্রেসপো, নাওরেম মহেশ, জেভিয়ার সিভেরিয়ো।
advertisement
6/6
এক ঝলকে দেখে নিন মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ- বিশাল কাইথ, শুভাশিস বসু, আনোয়ার আলি, হেক্টর ইয়ুসতে, আশিস রাই, সাহাল সামাদ, অনিরুদ্ধ থাপা, হুগো বুমোস, আশিক কুরুনিয়ান, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস।