East Bengal vs Mohun Bagan: ডুরান্ড ডার্বির আগে খারাপ খবর ইস্টবেঙ্গল শিবিরে! বড় ধাক্কা! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
East Bengal vs Mohun Bagan: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বি ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কিন্তু মেগা ডার্বির আগে খারাপ খবর লাল-হলুদ শিবিরে।
advertisement
1/5

আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বি ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কিন্তু মেগা ডার্বির আগে খারাপ খবর লাল-হলুদ শিবিরে। (Photo Courtesy- East Bengal X)
advertisement
2/5
মরশুমের প্রথম বড় ডার্বি ঘিরে ফুটবল জ্বরে কাবু তিলোত্তমা। প্রিয় দলকে সমর্থনের জন্য ও জয় দেখার জন্য প্রস্তুত হচ্ছে ঘটি-বাঙালরা। কিন্তু তার আগে জোর ধাক্কা খেল ইস্টবেঙ্গল। (Photo Courtesy- East Bengal X)
advertisement
3/5
নতুন মরশুমে নতুনভাবে দল গুছিয়েছে অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল। ক্লাবের গৌরব ফেরাতে মরিয়া লাল-হলুদ কোচ। কিন্তু মরশুমের প্রথম বড় পরীক্ষার আগে দলের অন্যতম সেরা খেলোয়ারকে পাচ্ছেন না ব্রুজো। (Photo Courtesy- East Bengal X)
advertisement
4/5
ডার্বির আগে বড় ধাক্কা লাল-হলুদ শিবিরে। মহম্মদ রশিদের পিতৃবিয়োগ হয় শুক্রবার। দলের অনুমতি তিনি দেশে ফিরে গিয়েছেন। অনুশীলন শেষে সেই খবর পান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে দেশে ফেরার অনুমতি দিয়ে দেয় লাল-হলুদ ম্যানেজমেন্ট। (Photo Courtesy- East Bengal X)
advertisement
5/5
ডার্বিতে রাশিদের না থাকাটা ফ্যাক্টর হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। মোহনবাগান কতটা শক্তিশালী দল তা ভাল করে জানা ইস্টবেঙ্গলের। তবে রাশিদকে ছাড়াই নিজেদের সেরাটা উজার করে দিতে তৈরি লাল-হলুদ ব্রিগেড। (Photo Courtesy- East Bengal X)