East Bengal: দলকে জেতালেন, ট্রফি তুলে দিলেন 'বাঙালির' হাতে, মন জিতে নিলেন ক্লেইটন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
East Bengal: অধিনায়ক হিসেবে শুধু দলকে ট্রফি এনে দেওয়াই নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবের বাঙালি ভাবাবেগকে সম্মাব দিয়ে যা করলেন ক্লেইটন, তাতে সকলের মন জিতে নিয়েছেন।
advertisement
1/6

১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইের পর অবশেষে ৩-২ গোলে জিতে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। ১২ বছর পর ট্রফির খরা কেটেছে লাল-হলুদ ব্রিগেডের। স্বপ্নপূরণ হয়েছে ফ্যানেদের।
advertisement
2/6
ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে গোল করে লাল-হলুদকে সমতায় ফেরান নন্দকুমার। পরে ক্রেসপোর গোলে এগিয়ে যায় কুয়াদ্রাতের দল।
advertisement
3/6
ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পেনাল্টি পায় ওড়িশা। সেখান থেকে গোল করে ওড়িশাকে সমতায় ফেরান জহৌ। ২-২ সমতায় নির্ধারিত সময়ের খেলা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
advertisement
4/6
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলায় দুই দলই কোনও গোল করতে পারেনি। আর দ্বিতীয়ার্ঝের ১১১ মিনিটে অনবদ্য গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিৎ করেন অধিনায়ক ক্লেইটন সিলভা।
advertisement
5/6
অধিনায়ক হিসেবে শুধু দলকে ট্রফি এনে দেওয়াই নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবের বাঙালি ভাবাবেগকে সম্মাব দিয়ে যা করলেন ক্লেইটন, তাতে সকলের মন জিতে নিয়েছেন।
advertisement
6/6
ম্যাচে ট্রফি দেওয়া সময় শৌভিক চক্রবর্তীর হাতে ক্যাপ্টেম আর্মব্যান্ড পরিয়ে দেন ক্লেইটন। শৌভিকের হাতেই ট্রফি তুলে দেন তিনি। শৌভিকও সৌজন্যতা দেখিয়ে দুজন মিলে একসঙ্গে ট্রফি তোলেন।