East Bengal Beat Mohun Bagan: ডুরান্ডে হারের বদলা সুপার কাপে! কলিঙ্গে ফুটবলের বঙ্গ যুদ্ধ জিতল ইস্টবেঙ্গল, বিদায় মোহনবাগান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
East Bengal Beat Mohun Bagan by 3-1 goals: ডুরান্ড ফাইনালে হারের বদলা সুপার কাপে নিল কার্লেস কুয়াদ্রাতের দল। ১ গোলে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক ইস্টবেঙ্গলের। ম্যাচ জিতল ৩-১ গোলে।
advertisement
1/7

ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচ মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু ফাইনালে বাগানের কাছেই হারতে হয়েছিল লাল-হলুদকে।
advertisement
2/7
তারপর থেকেই সেই ক্ষতটা রয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল দল থেকে শুরু করে সমর্থকদের মনে। অবশেষে সেই ক্ষতে কিছুটাও হলেও প্রলেপ পড়ল।
advertisement
3/7
ডুরান্ড ফাইনালে হারের বদলা সুপার কাপে নিল কার্লেস কুয়াদ্রাতের দল। ১ গোলে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক ইস্টবেঙ্গলের। ম্যাচ জিতল ৩-১ গোলে।
advertisement
4/7
ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন হেক্টর ইউস্তে। ঠিক ৫ মিনিটের মধ্যে নেট কাঁপানো শটে গোল করে দলকে সমতায় ফেরান ক্লেইটন।
advertisement
5/7
এরপর তুল্যমূল্য লড়াই চলে প্রথমার্ধে। পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন দিমিত্রি পেত্রাতোস। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়।
advertisement
6/7
দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন নন্দকুমার। আর ৮০ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিৎ করেন ক্লেইটন সিলভা।
advertisement
7/7
এই জয়ের ফলে সুপার কাপের সেমি ফাইনালে পৌছে গেল ইস্টবেঙ্গল। বিদায় নিস মোহনবাগান। ২৪ জানুয়ারি সেমিতে লাল-হলুদের প্রতিপক্ষ জামশেদপুর।