TRENDING:

Durand Cup 2023 Champion Mohun Bagan: বিশ্বকাপারের গোলে স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের, পেত্রাতোস এখন মোহনবাগানের নয়নের মণি

Last Updated:
Durand Cup 2023 Champion Mohun Bagan: দিমিত্রি পেত্রাতোসের জাল কাঁপানো শটে প্রথম পর্বে হারের বদলা ও ১৯ বছর আগের শাপমোচন হল মোহনবাগানের। ৭১ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের বাঁ-পায়ের শটে ২৩ বছর পর ডুরান্ড কাপ ঘরে তুলল মোহনবাগান।
advertisement
1/6
বিশ্বকাপারের গোলে স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের,পেত্রাতোস এখন মোহনবাগানের নয়নের মণি
দিমিত্রি পেত্রাতোসের জাল কাঁপানো শটে প্রথম পর্বে হারের বদলা ও ১৯ বছর আগের শাপমোচন হল মোহনবাগানের। ৭১ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের বাঁ-পায়ের শটে ২৩ বছর পর ডুরান্ড কাপ ঘরে তুলল মোহনবাগান।
advertisement
2/6
এদিন যুভারতীতে ডুরান্ড কাপের ফাইনালে ম্যাচের প্রথমার্ধে খুব একটা নজর কাড়তে পারেননি দিমিত্রি। তবে বাগানের বিশ্বকাপারের উপর আস্থা হারাননি কোচ হুয়ান ফেরান্দো।
advertisement
3/6
দ্বিতীয়ার্ধে সাদিকু ও বুমোসকে তুলে নিলেও পেত্রাতোসকে পরিবর্তন করেননি ফেরান্দো। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখে ১০ জন হয়ে যাওয়ার পরও নিজের উপর আত্মবিশ্বাস রেখেছিলেন পেত্রাতোস।
advertisement
4/6
৭১ মিনিট- দুরন্ত গোল পেত্রাতোসের। একেবারে একক দক্ষতায় গোলটি করেন দিমিত্রি। মোহনবাগানের হয়ে কাউন্টার অ্যাটাকে ওঠেন পেত্রাতোস। প্রায় মাঝমাট থেকে বল টেনে নিয়ে আসেন পেত্রাতোস।
advertisement
5/6
বক্সের বাইরে থেকে তাঁর বাঁ-পায়ের শটে বল জালে জড়ান। গোলটি হয়েছে ইস্টবেঙ্গল রক্ষণের ভুলে। দিমি একা বল টেনে এনে গোল করে বেরিয়ে গেলেন। বল আটকানোর কেউ ছিল না লাল-হলুদের।
advertisement
6/6
গোল করার পর পেত্রাতোসের সেলিব্রেশন ছিল নজর কাড়া। সোজা দৌড় লাগিয়ে সাইড লাইন পেরিয়ে দর্শকদের কাছে চলে যান। শেষ পর্যন্ত ১-০ গোলে ফাইনাল জেতে মোহনবাগান। ডুরান্ড জিতিয়ে পেত্রাতোস এখন মোহনবাগানের নয়ণের মণি।
বাংলা খবর/ছবি/খেলা/
Durand Cup 2023 Champion Mohun Bagan: বিশ্বকাপারের গোলে স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের, পেত্রাতোস এখন মোহনবাগানের নয়নের মণি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল