Dream 11 4crore Rupees Prize: দল বানালেন, কোটিপতিও হলেন, কিন্তু জানেন কি ৪ কোটি টাকা প্রাইজে জিতলে কেটেকুটে হাতে মাত্র কত টাকা থাকে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Dream 11 4crore Rupees Prize: ড্রিম ইলেভেনে ৪ কোটি পেয়ে আনন্দে লাফাচ্ছেন, ঘ্যাচাং করে কত্তগুলো টাকা কেটে নেবে কোনও আন্দাজ আছে?
advertisement
1/8

নয়াদিল্লি: আইপিএলের সময় আইপিএলের বাজার যেরকম জমজমাট থাকে ঠিক তেমনিই মার্কেটে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ড্রিম ১১-র একাধিক ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্মের৷ যেখানে দল গঠন করে কোটি কোটি টাকাও রোজগার করেছেন বহু মানুষ। আসলে মাত্র ৩৯ টাকা লাগিয়ে এখানে সঠিকভাবে দল তৈরি করতে পারলে কোটি টাকা পুরস্কার জেতা কোনও বিষয় নয়৷ এই ড্রিম ইলেভেনে সফল হতে গেলে লাগে ক্রিকেট সম্পর্কে একটু জ্ঞান এবং খানিকটা ভাগ্য৷
advertisement
2/8
সম্প্রতি উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার ঘাসি রাম পুরওয়া গ্রামের শ্রমিক মঙ্গলি প্রসাদ এক কোটি নয় একেবারে ৪ কোটি টাকা জিতেছেন৷ ২৯ এপ্রিল পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যে আইপিএল ম্যাচে দল তৈরি করতে মঙ্গল প্রসাদ ড্রিম ১১-এ মাত্র ৩৯ টাকা বিনিয়োগ করেছিলেন৷ এরপর ম্যাচ শেষ হতে তিনি মালামাল হয়ে যান৷ মঙ্গল প্রসাদ এদিনের ম্যাচে দল বানিয়ে ৪ কোটি টাকা জিতেছেন৷ কিন্তু জানেন কি এই ৪ কোটি টাকার পুরোটা তিনি হাতে পাবেন না৷ তাঁর অ্যাকাউন্টে কত টাকা জমা হবে এবং কেন জমা হবে সেটাই জেনে, কারণ কখনও যদি আপনার ভাগ্যে শিকে ছেঁড়ে তাহলে আপনি নিজে কত টাকার মালিক হবেন সেটা আগাম জানুন৷
advertisement
3/8
মাঙ্গালি ৪ কোটি টাকা জিতেছেন, কিন্তু আয়কর আইনের বিধানের কারণে তিনি পুরো টাকা পাবেন না। ১৯৬১ সালের আয়কর আইনের ৫৬(২)(আইবি) ধারার অধীনে ড্রিম১১ পুরস্কারের অর্থ "অন্যান্য উৎস থেকে আয়" হিসেবে বিবেচিত হয়। তাই বিজয়ী যে পরিমাণ আয় করেন তাঁর থেকে আয়কর এবং সেস এবং টিডিএস কেটে নেওয়া হয়৷ এই ৪,০০,০০,০০০ টাকার ক্ষেত্রেও সেই নিয়মই প্রযোজ্য হবে৷ Photo- Collected
advertisement
4/8
কত কর ধার্য করা হবে?যে মানুষই ৪ কোটি টাকা পুরস্কার ড্রিম ইলেভেনে জিতুন না কেন তাঁর সেই ৪,০০,০০,০০০ টাকার পুরস্কারের উপর আয়কর আইনের ১১৫BB ধারা অনুযায়ী ৩০ শতাংশ হারে কর ধার্য করা হবে। এছাড়া সারচার্জ এবং সেস সহ, মোট কর হবে প্রায়৩৯%। Photo- Representative
advertisement
5/8
আয়কর আইনের ধারা ১৯৪বি এর অধীনে, ড্রিম১১- পুরস্কার বিজয়ীর প্রাপ্ত অর্থের উপর টিডিএস কেটে নেবে৷ এইভাবে, মোট ১.৫৬ কোটি টাকা টিডিএস হিসেবে কেটে নেওয়া হবে এবং কোম্পানি ড্রিম ইলেভেনের পুরস্কার বিজয়ীর অ্যাকাউন্টে মাত্র ২.৪৪ কোটি টাকা জমা করবে। Photo- Representative
advertisement
6/8
আসলে, ভারতীয় কর আইন অনুসারে, ১০,০০০ টাকার বেশি পুরস্কারের টাকার উপর টিডিএস কেটে বাধ্যতামূলক, তাই ড্রিম১১ অগ্রিম কর কেটে নেওয়ার পরে পুরস্কারের টাকা দেয়। Photo- Representative
advertisement
7/8
ড্রিম১১ বিজয়ীর কি আইটিআর দাখিল করতে হবে?যদিও টিডিএস কেটে নেওয়া হয় তবুও পুরস্কার জয়ীকে কিছু গুরুত্বপূর্ণ কর সম্মতি মেনে চলতে হবে। আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন (ITR) দাখিল করতে হবে৷ যেখানে পুরো ৪ কোটি টাকার হিসেবই দেখাতে হবে৷ Photo- Representative
advertisement
8/8
ফর্ম ২৬AS-এ TDS-র নিশ্চিতকরণ, যা তাদের অ্যাকাউন্টে জমা করা কর দেখায়। এটি নিশ্চিত করার জন্য যে Dream11 -র কাটা TDS এবং তাদের ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্টের মধ্যে কোনও পার্থক্য নেই দেখিয়ে দিতে হবে৷ Photo- Representative