TRENDING:

Dona Ganguly: সাইবার ক্রাইমের শিকার ডোনা গঙ্গোপাধ্যায়! স্ত্রীর পোস্টে সৌরভের কমেন্ট, তোলপাড় নেটদুনিয়ায়!

Last Updated:
স্বামী সৌরভ গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই তিনি সময় কাটাচ্ছেন। সৌরভ-ডোনা কন্যা সানা অনেকদিন ধরেই লন্ডনে রয়েছেন৷
advertisement
1/6
সাইবার ক্রাইমের শিকার ডোনা! স্ত্রীর পোস্টে সৌরভের কমেন্ট, তোলপাড় নেটদুনিয়ায়!
সাইবার ক্রাইমের শিকার হলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে৷ নিজস্ব ইনস্টাগ্রাম প্রোফাইলে বৃহস্পতিবার রাতেই একথা সকলকে জানান ডোনা। সাধারণত তারকাদের প্রোফাইল হ্যাক করে তার মাধ্যমে যাতে কোনও রকম অপ্রীতিকর কর্মকাণ্ড না ঘটানো হয়, তাই সকলকে সাবধান করে দেন ডোনা নিজে৷ তিনি লেখেন, 'আমার ফেসবুক প্রোফাইল হ্য়াক করা হয়েছে, সতর্ক থাকুন।'
advertisement
2/6
এই মুহূর্তে ডোনা গঙ্গোপাধ্যায় ইংল্যান্ডে রয়েছেন, পরিবারের সঙ্গে। স্বামী সৌরভ গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই তিনি সময় কাটাচ্ছেন। সৌরভ-ডোনা কন্যা সানা অনেকদিন ধরেই লন্ডনে রয়েছেন৷ প্রথমে পড়াশুনা, তারপর চাকরি করছেন সেখানে৷ ইংল্যান্ড থেকে ছবিও পোস্ট করেছেন নৃত্যশিল্পী।
advertisement
3/6
প্রায়ই স্বামী-মেয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন ডোনা৷ আবার সৌরভও এবিষয়ে পিছিয়ে নেই৷ তিনি মাঝেমধ্যেই বিদেশের রাস্তায় নিজের এবং পরিবারের ছবি পোস্ট করেন৷ কিছুদিন আগে ডোনা-সৌরভের একটি ছবি পোস্ট করেন৷ এই ছবিতে দেখা মেলেনি সানার। ডোনার শেয়ার করা ছবিটিতে সৌরভের গায়ে ছিল নীল টিশার্ট, সঙ্গে জিন্স ও জ্যাকেট, আর মাথায় টুপি, আর চোখে কালো সানগ্লাস। আর ডোনা সাদা পোশাকে, গায়ের জ্যাকেটটি খুলে হাতে ধরে থাকতে দেখা যায়।
advertisement
4/6
মেয়ের জন্য বহুদিন ধরেই কলকাতা-লন্ডনে যাতায়াত করছেন ডোনা। মাঝে বেশ কিছু বছর লন্ডনেই ছিলেন তিনি। তবে শুধু সানার জন্য নয়, নিজের নাচের শোয়ের জন্যও তিনি থেকেছেন লন্ডনে৷
advertisement
5/6
সব আপডেট সোশ্যাল মিডিয়ায় দেন ডোনা৷ অর্থাৎ তিনি এই ফেসবুক বা ইনস্টাগ্রামে খুব সক্রিয়৷ তেমনই নিজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টিও জানিয়েছেন৷
advertisement
6/6
তবে এখানেও স্ত্রী ডোনার সঙ্গে খুনসুটি করতে ছাড়েননি দাদা! এমন গুরুত্বপূর্ণ পোস্টের নিচেও বেশ মজার কমেন্ট করেছেন সৌরভ। তিনি' লেখেন, ‘কিছুক্ষণের জন্য শান্তি।’ আর এই কমেন্ট দেখে নেটাগরিকরা বেশ মজা পেয়েছেন৷ তবে সৌরভের অ্যাকাউন্ট যাতে হ্যাক না হয়, সেবিষয়েও অনেতে তাঁকে সতর্ক থাকতে বলেছেন৷
বাংলা খবর/ছবি/খেলা/
Dona Ganguly: সাইবার ক্রাইমের শিকার ডোনা গঙ্গোপাধ্যায়! স্ত্রীর পোস্টে সৌরভের কমেন্ট, তোলপাড় নেটদুনিয়ায়!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল