Sourav Ganguly: বলুন তো সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রিয় শট কী? এতদিনে জানালেন 'দাদা'! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly: এত শটের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়েপ প্রিয় শট কোনটি? এই প্রশ্নের উত্তর কিন্তু এতদিন অজানা ছিল সকলের। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং সৌরভ। তাও আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে।
advertisement
1/6

প্রায় দেড় দশক হয়ে গেল ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তরপরও ক্রিকেটে অফ সাইডের ভগবান কে, এই প্রশ্ন উঠলে সবার আগে নাম আসে সৌরভের।
advertisement
2/6
নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে একাধিক ম্যাচ নিজের ব্যাটিং শৈলি দিয়ে স্মরণীয় করে রেখেছেন সৌরভ। অফসাইডে কভার ড্রাইভ থেকে শুরু করে স্টেপ আউট করে ছক্কা, সৌরভের সিগনেচার শট হয়ে উঠেছিল।
advertisement
3/6
সেই সময় অফসাইডে সৌরভের থেকে ভাল কোনও বাঁ হাতি ব্যাটার ছিল কিনা তা নিয়েও তর্ক রয়েছে। সৌরভকে অফসাইডে রান করা থেকে আটকানোর জন্য প্রতিপক্ষ দলকে রীতিমত পরিকল্পনা তৈরি করতে হত।
advertisement
4/6
কিন্তু এত শটের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়েপ প্রিয় শট কোনটি? এই প্রশ্নের উত্তর কিন্তু এতদিন অজানা ছিল সকলের। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং সৌরভ। তাও আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে।
advertisement
5/6
সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নিজের কেরিয়ারে নানা মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন সৌরভ। 'এই অনুভূতি কখনও হারানোর নয়: ব্যাট-বলের সঠিক সংযোগ, কভারের দিকে স্ট্রেট শট।'
advertisement
6/6
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফেভারিট শট কভার ড্রাইভ, স্টেপ আউট করে ছয় না স্কোয়ার কাট? সেই জল্পনার অবসান ঘটিয়ে সৌরভ নিজেই জানালেন, তাঁর প্রিয় শট, স্ট্রেট ড্রাইভ, তাও কভারের পাশ দিয়ে।