সানিয়া নাকি শোয়েব, কে বেশি ধনী? ডিভোর্সের পর সবচেয়ে বড় খবর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sania Mirza Divorce: কে বেশি ধনী? সানিয়া মির্জা নাকি শোয়েব মালিক?
advertisement
1/8

তাঁদের ডিভোর্সের গুঞ্জন ছিল গত প্রায় এক বছর ধরে, তবে সানিয়া মির্জা বা শোয়েব মালিক, কেউই তা নিয়ে মুখ খোলেননি। শেষমেশ আশঙ্কাই সত্যি হল।
advertisement
2/8
সানিয়ার পরিবারের তরফে বলা হয়েছে, তাঁদের মেয়ের সঙ্গে শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়েছে কয়েক মাস আগেই। সানিয়া ব্যক্তিগত জীবন মিডিয়ার আড়ালে রাখার চেষ্টা করেছেন। কিন্তু এই পরিস্থিতিতে মুখ খুলতেই হত তাঁকে। পাশাপাশি কোনও গুজব না ছড়ানোরও অনুরোধ করেছে মির্জা পরিবার।
advertisement
3/8
জানা যায়, দুবাইতে ছেলে ইজহানকে নিয়ে দীর্ঘদিন ধরেই একা থাকেন সানিয়া। শোয়েবের বিবাহবহির্ভূত সম্পর্কে অতিষ্ঠ হয়ে যান সানিয়া।
advertisement
4/8
শোয়েব ও সানিয়া, দুজনেই নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত। অর্থের অভাব নেই তাঁদের। কিন্তু প্রশ্ন হল, সানিয়া ও শোয়েবের মধ্য়ে কে বেশি ধনী!
advertisement
5/8
মিডিয়া রিপোর্টস বলছে, সানিয়ার সম্পত্তির পরিমাণ ২০০ কোটি টাকার কাছাকাছি। টেনিস অ্যাকাডেমি ও বিজ্ঞাপন থেকে এখনও উপার্জন করেন তিনি। তবে এখন আর টেনিস খেলে তাঁর কোনও উপার্জন নেই।
advertisement
6/8
হায়দরাবাদ ও দুবাইতে বিলাসবহুল বাড়ি রয়েছে সানিয়ার। গ্যারাজে রয়েছে কোটি টাকা মূল্যের দামি গাড়ি।
advertisement
7/8
মিডিয়া রিপোর্টস বলছে, শোয়েবের সম্পত্তির পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা। তবে এখন ক্রিকেট থেকে আয় অনেক কমে গিয়েছে তাঁর।
advertisement
8/8
শোয়েব এখন প্রচুর অর্থ উপার্জন করেন বিজ্ঞাপনী চুক্তি থেকে। বাড়ি, গাড়ি সবই রয়েছে তাঁর। বিলাসবহুল জীবন যাপন।