সৌরভকে সিনেমার অফার রাজ চক্রবর্তীর! কোন সিনেমা জানেন? নামটা শুনলে অবাক হবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly- সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সৌরভ বলছেন, রাজ চক্রবর্তী তাঁকে প্রথম আলাপেই একটি সিনেমায় অভিনয়ের অফার করেছিলেন। তবে দাদা কোনওমতেই রাজি হননি।
advertisement
1/6

২০০৮ সালে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তবে ক্রিকেটের সঙ্গে তাঁর দূরত্ব বাড়েনি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং পরবর্তীকালে বিসিসিআই সভাপতি হয়েছিলেন। ক্রিকেট প্রশাসকের পর ক্রিকেট ডিরেক্টর হিসেবে কাজ করছেন আইপিএলে। তাঁর 'দাদাগিরি' অনুষ্ঠান জনপ্রিয়। একাধিক বিজ্ঞাপনেও স্বচ্ছ্বন্দে অভিনয় করেন। তবে সৌরভকে যে সিনেমায় অভিনয় করার অফার পেয়েছিলেন, সেটা বোধহয় অনেকের কাছেই অজানা।
advertisement
2/6
মাঠ হোক বা মাঠের বাইরে, সৌরভ ক্রিকেট নিয়ে যা বলেছেন তাতে ভুল থাকে কম, ঠিক হয় বেশি। ক্রিকেট নিয়ে তাঁর জ্ঞান কারও অজানা নয়। দুর্দান্ত ব্যাটার, অসাধারণ ক্যাপ্টেন তিনি। তবে অভিনয়ের কথা উঠতে সৌরভ পিছিয়েই আসেন।
advertisement
3/6
সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সৌরভ বলছেন, রাজ চক্রবর্তী তাঁকে প্রথম আলাপেই একটি সিনেমায় অভিনয়ের অফার করেছিলেন। তবে দাদা কোনওমতেই রাজি হননি।
advertisement
4/6
সেই সিনেমার নাম লে ছক্কা। পরে সেই সিনেমায় দেবকে দেখা যায়। সৌরভ বলেন. রাজ বলেছিল, ও একটা ক্রিকেট নিয়ে সিনেমা করছে। আমাকে অভিনয় করতে হবে। আমি বললাম, সিনেমা তবে রিলিজ করবে জানিও, আমি দেখতে যাবো। আমি ক্রিকেট নিয়েই ভাল আছি।
advertisement
5/6
ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান ভোলার মতো নয়। দুর্নীতির পাঁকে যখন ভারতীয় ক্রিকেট ডুবছে, তখন তিনিই দিশা দেখান। সৌরভের মতো আগ্রাসী অধিনায়ক ছিলেন বলেই ভারতীয় দল বিদেশে সিরিজ জেতে। ফলে তাঁর জীবনের গল্প সিনেমার পর্দায় দেখা যেতেই পারে।
advertisement
6/6
অনেকেই জানেন, সৌরভের বায়োপিক রিলিজ হবে। ফলে সিনেমার পর্দায় সৌরভের জীবনের গল্প দেখা যাবে। তবে সৌরভকে কখনও অভিনয়ে দেখা যাবে কি না তা সময়ই বলবে।