সারা মাঠজুড়ে শুধুই ডি মারিয়া! 'ফাইনালের প্লেয়ার' একেই বলে
- Published by:Suman Majumder
Last Updated:
Di maria: ৬৪ মিনিট খেললেন বিশ্বকাপ ফাইনালে। ফ্রান্সের ডিফেন্ডারদের নাকানি চোবানি খাওয়ালেন ডি মারিয়া।
advertisement
1/5

তাঁর আসল পজিশন লেফট উইং। কিন্তু তিনি যেন সারা মাঠে সব পজিশনেই খেলেন। আর সেটা ফাইনাল হলে তো কথাই নেই। সেই পুরনোডি মারিয়ার ঝলক আবার। সেটাও আবার সেই ফাইনাল ম্যাচে।
advertisement
2/5
ফাইনাল ম্যাচ মানেই তিনি দুরন্ত পারফর্ম করবেন। সে কোপা আমেরিকা ফাইনাল হোক বা বিশ্বকাপ ফাইনাল। ডি মারিয়া আসলে ফাইনালের প্লেয়ার।
advertisement
3/5
৩৪ মিনিটে দুরন্ত গোল। এর আগে কোপা আমেরিকার ফাইনালেও গোল করেছিলেন মারিয়া। এদিন গোল করে আর আবেগ ধরে রাখতে পারলেন না। কেঁদে ফেললেন।
advertisement
4/5
বিশ্বকাপ ফাইনালে কোচ স্কালোনি তাঁকে খেলালেন ৬৪ মিনিট। আর এই ৬৪ মিনিট মারিয়া ফ্রান্সের ডিফেন্সকে নাকানি চোবানি খাওয়ালেন।
advertisement
5/5
বারবার ফাইনালের মঞ্চে তিনি পারফর্ম করে যান। ছাপিয়ে যান দলের মহাতারকা মেসিকেও। ডিমারিয়া। নামটা আর্জেন্টাইনরা মনে রাখবেন অনেকদিন।