TRENDING:

MS Dhoni Marriage Anniversary: একসঙ্গে এক যুগ! ধোনি-সাক্ষীর প্রেমের যে পর্ব সিনেমাতেও দেখায়নি, শুনুন

Last Updated:
MS Dhoni Marriage Anniversary: ১২ বছর একসঙ্গে ধোনি-সাক্ষী। তাঁদের লাভ স্টোরি-র এই গল্প অনেকেই জানেন না।
advertisement
1/6
একসঙ্গে এক যুগ! ধোনি-সাক্ষীর প্রেমের যে পর্ব সিনেমাতেও দেখায়নি, শুনুন
বিয়ের পর একসঙ্গে এক যুগ কাটিয়ে ফেললেন ধোনি-সাক্ষী। আজ তাঁদের বিয়ের ১২ বছর পূর্ণ হল।
advertisement
2/6
ধোনি ও সাক্ষীর বাবা একই সংস্থায় কাজ করতেন। পরে সাক্ষীর বাবা পরিবারের সদস্যদের নিয়ে দেহরাদুনে চলে যান। ফলে ধোনিদের পরিবারের সঙ্গে তাঁদের যোগাযোগ কমে যায়।
advertisement
3/6
প্রায় ১০ বছর পর আবার ধোনি ও সাক্ষীর দেখা হয়। তাও আবার কলকাতায়। ধোনি তখন ভারতীয় দলের জার্সিতে খেলছেন। আর সাক্ষী কলকাতার একটি অভিজাত হোটেলে ইন্টার্নশিপ করছেন।
advertisement
4/6
ধোনি ও সাক্ষী একই স্কুলে পড়তেন। তবে সেই সময় তাঁদের তেমন যোগাযোগ ছিল না। MS Dhoni: Untold Story- সিনেমায় তাঁদের লাভ স্টোরির সবটা দেখানো হয়নি।
advertisement
5/6
ধোনির ম্যানেজার যুদ্ধজিত্ ছিলেন সাক্ষীর বন্ধু। কলকাতার হোটেলে সাক্ষীর সঙ্গে আলাপের পর যুদ্ধজিতের থেকেই তাঁর বান্ধবীর ফোন নম্বর নিয়েছিলেন ধোনি। অর্থাত্, যুদ্ধজিত্ আসলে সাক্ষী ও ধোনির সম্পর্কের সূত্রপাত ঘটিয়েছিলেন।
advertisement
6/6
যুদ্ধজিতের থেকে নম্বর নিয়ে সাক্ষীকে মেসেজ করেছিলেন ধোনি। তবে সাক্ষী ভেবেছিলেন, কেউ ধোনির নাম ভাঁড়িয়ে তাঁকে বিরক্ত করছে। যদিও পরে তিনি জানতে পারেন, ধোনিই তাঁকে মেসেজ করেছিলেন। এর পর ২০০৮-এর মার্চ মাস থেকে তাঁরা ডেট শুরু করেন। ২০১০-এ দেহরাদুনে বিয়ে করেন ধোনি-সাক্ষী।
বাংলা খবর/ছবি/খেলা/
MS Dhoni Marriage Anniversary: একসঙ্গে এক যুগ! ধোনি-সাক্ষীর প্রেমের যে পর্ব সিনেমাতেও দেখায়নি, শুনুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল