আরেক ক্রিকেটারের ডিভোর্স! এবার মুখ খুললেন চাহালের স্ত্রী ধনশ্রী! জানালেন 'আসল কথা'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Chahal-Dhanshree divorce- ধনশ্রীর সঙ্গে সব ছবি মুছে দিয়েছেন চাহাল। ওদিকে ধনশ্রীও আর স্বামীর পদবী ব্যবহার করছেন না বলে খবর। ফলে এটুক তো বলাই যায়- যা রটে তার কিছুটা তো বটেই...।
advertisement
1/7

কত কিছুই তো রটছে। তার মধ্যে কি সবটাই সত্যি! নাকি আদতে কিছুই ঘটেনি। সত্যি কি যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রীর বিবাহবিচ্ছেদ আসন্ন!
advertisement
2/7
দ্য নিউ ইন্ডিয়ানের শেয়ার করা একটি ভিডিওতে চাহালকে মুম্বইয়ের একটি হোটেলে একটি রহস্যময় রমণীর সঙ্গে দেখা গিয়েছিল। ক্রিকেটারকে ব্যাগি হালকা নীল জিন্সের সঙ্গে রেগুলার ইউজ সাদা ওভারসাইজের টি-শার্ট পরে দেখা যায়। অন্যদিকে, মেয়েটিকে একটি গাঢ় সবুজ ওভারসাইজ সোয়েটশার্ট পরে দেখা যাচ্ছে। ওদিকে আবার ধনশ্রীর নাম জড়িয়েছে কোরিওগ্রাফার প্রতীক উতেরের সঙ্গে।
advertisement
3/7
২০২০ সালে তাঁদের বিয়ে। তার পর থেকে একাধিকবার তাঁদের বিয়ে ও বিচ্ছেদ নিয়ে জল্পনা ছড়িয়েছে। তবে এবার জল যে অনেকদূর গড়িয়েছে তা প্রায় পরিষ্কার। ইনস্টাগ্রামে চাহাল আনফলো করেন ধনশ্রীকে। তার পর থেকে সেই জল্পনা উস্কে যায়।
advertisement
4/7
এবার গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন ধনশ্রী। বললেন, এই সময়টা আমার পরিবারের জন্য খুব কঠিন। খারাপ লাগার বিষয় হল, কোনওরকম তথ্য যাচাই না করেই সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন লেখালেখি চলছে। আমাকে নিয়ে বিভ্রান্তিকর লেখালেখি, ঘৃণা ছড়ানো এবং ট্রোল করা হচ্ছে। বছরের পর বছর কঠোর পরিশ্রম করে আমরা সততার সঙ্গে সুনাম অর্জন করেছি। নীরবতা আমার দুর্বলতা নয়। এটা আমার শক্তির পরিচয়।
advertisement
5/7
ধনশ্রী আরও বলেন, সত্যিটা একদিন বেরিয়ে আসবে। আমি সৎ পথে চলতে ভালবাসি। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, যেখানে নেগেটিভিটি সবার আগে ছড়িয়ে পড়ে।
advertisement
6/7
ধনশ্রীর সঙ্গে সব ছবি মুছে দিয়েছেন চাহাল। ওদিকে ধনশ্রীও আর স্বামীর পদবী ব্যবহার করছেন না বলে খবর। ফলে এটুক তো বলাই যায়- যা রটে তার কিছুটা তো বটেই...।
advertisement
7/7
লকডাউনের সময় ধনশ্রীর কাছে নাচ শিখতে চেয়েছিলেন চাহাল। তার পর বন্ধুত্ব। সেই বন্ধুত্ব গড়ায় ভালবাসার সম্পর্ক। সেই সম্পর্কের এমন পরিণতি! শেষমেশ ডিভোর্স নিয়ে এই পোস্ট করলেন ধনশ্রী।