TRENDING:

Delhi Capitals: আইপিএলে খারাপ পারফরম্যান্সের জের! দিল্লি ক্যাপিটালসের দুই কোচ পরিবর্তন

Last Updated:
Delhi Capitals: আইপিএল ২০২৩-এ একেবারেই আশানরুপ পারফরম্যান্স করতে পারে দিল্লি ক্যাপিটালস দল। ১০ দলের প্রতিযোগিতায় ৯ নম্বরে শেষ করেছিল রিকি পন্টিং ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। এবার ২ কোচ পরিবর্তন হল দিল্লির।
advertisement
1/5
আইপিএলে খারাপ পারফরম্যান্সের জের! দিল্লি ক্যাপিটালসের দুই কোচ পরিবর্তন
আইপিএল ২০২৩-এ একেবারেই আশানরুপ পারফরম্যান্স করতে পারে দিল্লি ক্যাপিটালস দল। ১০ দলের প্রতিযোগিতায় ৯ নম্বরে শেষ করেছিল রিকি পন্টিং ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। ১৪টি ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে হায়দরাবাদের উপরে ৯ নম্বরে মরশুম শেষ করে রাজধানীর দল।
advertisement
2/5
দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর প্রশ্ন উঠে গিয়েছিল কোচ রিকি পন্টিং ও ডিরেক্ট অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়েয়ের চাকরি নিয়েও। আগামি মরশুমে তাদের রাখা হবে না বলে জল্পনা শুরু হয়। তবে সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দাল জানিয়ে দেন আগামি মরসুমে সৌরভ ও পন্টিংয়ের উপরই আস্থা রাখছে দল।
advertisement
3/5
সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিং থেকে গেলেও কোচিং স্টাফে কিন্তু পরিবর্তন হতে চলেছে দিল্লি ক্যাপিটালসে। দুই সহকারী কোচ অজিত আগরকর ও শেন ওয়াটসনকে বিদায় জানিয়ে দিল দিল্লি। ফলে এই দুই পদে আগামি মরসুমে নতুন কাওকে দেখা যাবে।
advertisement
4/5
অজিত আগরকর ইস্তফা দিয়েছেন। কারণ ভারতীয় দলের নতুন নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি। দিল্লির ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এখন আর যুক্ত নন শেন ওয়াটসনও। তবে কোনও খারাপ সম্পর্কের পরিস্থিতি তৈরি হয়নি। ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে আগামি জীবনের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে।
advertisement
5/5
প্রসঙ্গত, এই বছর দুর্ঘটনার কবলে পড়ার জন্য দলের অধিনায়ক ঋষভ পন্থকে পায়নি দিল্লি ক্যাপিটালস। পরের বছর ঋষভ ফিরতে পারেন। ফলে দলের শক্তি অনেকটাই বাড়বে। হতাশা ভুলে পরের বছরের কাজ এখন থেকেই শুরু করে দিয়েছেন সৌরভ-পন্টিংরা। তবে আগরকর ওয়াটসনের জায়গায় কারা আসবেন তা এখনও জানা যায়নি।
বাংলা খবর/ছবি/খেলা/
Delhi Capitals: আইপিএলে খারাপ পারফরম্যান্সের জের! দিল্লি ক্যাপিটালসের দুই কোচ পরিবর্তন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল