TRENDING:

Deepika Padukone: চুমু খেয়েছিলেন 'ভরা বাজারে'! প্রেম তাও টেকেনি, দীপিকা কী করেছিলেন সিদ্ধার্থের সঙ্গে?

Last Updated:
Deepika Padukone- দীপিকা বলেছিলেন, সিদ্ধার্থের ব্যবহার তাঁকে মানসিক যন্ত্রণা দিত, তাই তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। উল্টোদিকে সিদ্ধার্থ বরাবর দাবি করেন, তিনি সম্পর্কটাকে বাঁচাতে চান। তবে দীপিকার সঙ্গে কিছুতেই বনিবনা হচ্ছিল না তাঁর।
advertisement
1/6
চুমু খেয়েছিলেন 'ভরা বাজারে'! প্রেম তাও টেকেনি, দীপিকা কী করেছিলেন সিদ্ধার্থের সঙ্গে?
সে অনেকদিন আগের কথা। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পরই দীপিকা পাড়ুকোনের জীবনে টাটকা বাতাসের মতো এসেছিলেন সিদ্ধার্থ। একসঙ্গে ‘ডিনার ডেট’ থেকে আইপিএল ভিআইপি স্ট্যান্ড, সব জায়গাতেই তাঁদের দেখা যেত একসঙ্গে। এমনকী আচমকাই ভরা বাজারে দীপিকাকে জড়িয়ে ধরে সিদ্ধার্থের চুমু হইচই ফেলেছিল সেই সময়।
advertisement
2/6
আরসিবি ১৭ বছরের অপেক্ষার পর ট্রফি জিতেছে এবার। ফলে আরসিবির পুরনো দিনের অনেক কথাই এখন উঠে আসছে আলোচনায়। ঠিক তেমনই বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থের সঙ্গে দীপিকার প্রেম, যে সম্পর্ক শেষ হয়েছিল তেতো হয়ে।
advertisement
3/6
দীর্ঘ দিনের প্রেমিকা জ্যাসমিনকে বিয়ে করেছেন সিদ্ধার্থ। অন্যদিকে, দীপিকাও এখন এক মেয়ের মা। তবে জানা যায়, দীপিকার একাধিক প্রেমিকের মধ্যে সিদ্ধার্থ ছিলেন একজন। আর তাঁদের সম্পর্ক ভাঙার পর থেকে সিদ্ধার্থ বারবার দীপিকাকেই দায়ি করেছিলেন।
advertisement
4/6
দীপিকা বলেছিলেন, সিদ্ধার্থের ব্যবহার তাঁকে মানসিক যন্ত্রণা দিত, তাই তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। উল্টোদিকে সিদ্ধার্থ বরাবর দাবি করেন, তিনি সম্পর্কটাকে বাঁচাতে চান। তবে দীপিকার সঙ্গে কিছুতেই বনিবনা হচ্ছিল না তাঁর।
advertisement
5/6
ধোনি, যুবরাজের মতো ক্রিকেটারদের সঙ্গে প্রেম করেছিলেন দীপিকা, শোনা যায় এমনটাও। তবে সেসব দাবির সপক্ষে কখনও কোনও প্রমাণ ছিল না। কিন্তু সিদ্ধার্থের সঙ্গে যে সম্পর্ক ছিল, তা নিয়ে দীপিকা কখনও কিছু লুকোননি। একটা সময় আরসিবির খেলা হলে মাঝেসাঝেই দীপিকা ও সিদ্ধার্থকে দেখা যেত মাঠে।
advertisement
6/6
দীপিকার সঙ্গে সম্পর্কের মাঝে অনুষ্কা শর্মাকেও সিদ্ধার্থ পছন্দ করতেন বলে শোনা যায়। তবে সিদ্ধার্থ দাবি করেছিলেন, তাঁর সঙ্গে অনুষ্কা শর্মার বড়জোর ২বার দেখা হয়েছিল। ফলে ব্যক্তিগত সম্পর্কের কোনও প্রশ্নই নেই।
বাংলা খবর/ছবি/খেলা/
Deepika Padukone: চুমু খেয়েছিলেন 'ভরা বাজারে'! প্রেম তাও টেকেনি, দীপিকা কী করেছিলেন সিদ্ধার্থের সঙ্গে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল