TRENDING:

Deepak Chahar in Kapil Sharma Show: ‘এত লজ্জা পাচ্ছেন কেন? নিজের বউয়ের সঙ্গেই এসেছেন তো?’; দীপক চাহারকে নিয়ে ঠাট্টা করলেন কপিল

Last Updated:
Deepak Chahar with His Wife Jaya Bharadwaj in Kapil Sharma Show: ‘দ্য কপিল শর্মা শো’-এ আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতীয় ক্রিকেট তারকাদের। এখানেই শেষ নয়, চলতি সপ্তাহে ওই শোয়ের আরও চমক রয়েছে।
advertisement
1/6
‘এত লজ্জা পাচ্ছেন কেন? নিজের বউয়ের সঙ্গেই এসেছেন তো?’দীপককে নিয়ে ঠাট্টা কপিলের
সারা দেশই এখন ক্রিকেট জ্বরে কাবু। কারণ শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ (আইপিএল ২০২৩)। ‘দ্য কপিল শর্মা শো’-এ আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতীয় ক্রিকেট তারকাদের। এখানেই শেষ নয়, এ সপ্তাহে ওই শোয়ের আরও চমকও ছিল। কারণ সংশ্লিষ্ট ক্রিকেট তারকাদের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁদের স্ত্রী-রাও।
advertisement
2/6
চ্যানেলের তরফে একটি প্রোমো প্রকাশ করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে, শো-তে উপস্থিত হয়েছেন ক্রিকেটার সুরেশ রায়না ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা, ক্রিকেট তারকা দীপক চাহার ও তাঁর স্ত্রী জয়া ভরদ্বাজ এবং ক্রিকেট তারকা তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া ও তাঁর স্ত্রী অক্ষি মাথুর।
advertisement
3/6
প্রোমোর ঝলকে দেখা যাচ্ছে যে, ‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথিরা পা রাখতে না রাখতেই ক্রিকেটারদের সঙ্গে ঠাট্টা করতে শুরু করে দেন কপিল শর্মা। প্রথমেই দীপকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন তিনি। বলেন যে, “এত লজ্জা পাচ্ছেন কেন? নিজের বৌয়ের সঙ্গেই এসেছেন তো?” এই কথা শুনে হাসির রোল পড়ে যায়।
advertisement
4/6
এর পর সুরেশকে নিয়ে পড়েন কপিল! মজা করে খোঁচা মেরে তাঁকে বলেন, “বিয়ের পরেও কী করে নিজের মজাদার ব্যক্তিত্বটা বজায় রাখছেন? না কি সেটা বদলেছে?” সুরেশ রায়নাও কম যান না। তিনিও বুদ্ধি করে স্ত্রী-র প্রশংসায় পঞ্চমুখ হন। জানান, বরং বৌয়ের জন্যই তাঁর জীবনটা আরও সুন্দর হয়ে উঠেছে।
advertisement
5/6
তবে সুরেশের গোপন রহস্য ফাঁস করে দেন দীপক। তিনি জানান, যখন তিনি স্টেডিয়ামেই জয়াকে বিয়ের প্রস্তাব দেন, তখন সুরেশ রায়নাই বলেছিলেন যে, বিয়ের জন্য এত তাড়া কীসের? এখন তো জীবনটা উপভোগ করার সময়! সেটা শুনে হাসিতে ফেটে পড়েন সকলেই!
advertisement
6/6
এখানেই শেষ নয়, বাদ যাননি আকাশ চোপড়াও! তাঁর স্ত্রী-ও কিছু মজাদার কথা ফাঁস করেন। অক্ষি জানান যে, “এক দিন রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম। সেই সময় উনি বললেন, এই প্রথম বার তুমি নিজের পায়ের সদ্ব্যবহার করছো।” এটা শুনে হেসে গড়িয়ে পড়েন সকলেই।
বাংলা খবর/ছবি/খেলা/
Deepak Chahar in Kapil Sharma Show: ‘এত লজ্জা পাচ্ছেন কেন? নিজের বউয়ের সঙ্গেই এসেছেন তো?’; দীপক চাহারকে নিয়ে ঠাট্টা করলেন কপিল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল