David Miller: নিলামে কেউ পাত্তা দেয়নি, তিন কোটির এই তারকার নাম আইপিএলে এখন মুখে মুখে
- Published by:Suman Majumder
Last Updated:
David Miller: নিলামের প্রথম রাউন্ডে কেউ তাঁকে দলে নিতে আগ্রহ দেখায়নি। সেই তারকা এখন একাই একশো।
advertisement
1/6

ডেভিড মিলার। আইপিএল ২০২২-এর কোয়ালিফায়ার-১-এর পর এখন তাঁর নাম মুখে মুখে। গুজরাট টাইটানসকে ফাইনালে তুলেছেন তিনি। মিলার এদিন রাজস্থানের বিরুদ্ধে ২০ তম ওভারের প্রথম ৩ বলে প্রসিদ্ধ কৃষ্ণাকে টানা ৩টি ছক্কা হাঁকান।
advertisement
2/6
জিততে হলে শেষ ওভারে ১৬ রান করতে হত গুজরাটকে। কিলার মিলার এমন জড় তুললেন যে তিন বলে খেলা শেষ হয়ে যায়। অথচ এই মিলারকে দলে পেতে কেউ তেমন উত্সাহ দেখায়নি।
advertisement
3/6
আইপিএল ২০২২-এ মিলারের স্ট্রাইক রেট ১৪৪। এখনও পর্যন্ত ১৫টি ইনিংসে ৪৪৯ রান করেছেন তিনি।
advertisement
4/6
২০২২ আইপিএল নিলামের প্রথম রাউন্ডে মিলারের জন্য দর হাঁকায়নি কোনও দল। পরে পঞ্জাব কিংসের প্রাক্তন অধিনায়ককে তিন কোটি টাকায় দলে নেয় গুজরাট টাইটান্স।
advertisement
5/6
৩২ বছরের ডেভিড মিলারের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩৫ বলে সেঞ্চুরি রয়েছে। আট হাজারের উপর রান রয়েছে তাঁর নামের পাশে।
advertisement
6/6
২০১৪ সালে সর্বাধিক ৪৪৬ রান করেছিলেন মিলার। এবার সেই রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার। চলতি মরশুমে দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।