TRENDING:

David Lalhlansanga-Mohammedan SC: মহমেডানের সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন না, ডেভিডের চোখ এখন আইএসএল-এ

Last Updated:
যে বড় ভাইকে দেখে ফুটবল খেলা শুরু, দুর্ঘটনায় হারিয়েছেন সেই ভাইকে। মিজো গ্রাম থেকে ময়দানের লাইমলাইটে মিজো গোলমেশিন।
advertisement
1/5
মহমেডানের সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন না, ডেভিডের চোখ এখন আইএসএল-এ
পারাদীপ ঘোষ: বচপন কা প্যায়ার মেরা ভুল নেহি জানা রে..! মোবাইল নম্বর ডায়াল করলেই কলার টিউনে বেজে ওঠে বলিউডে বাদশার সুপারহিট এই গানটা! মহমেডানের গোলমেশিন! কলকাতা ফুটবলের নতুন হার্টথ্রব। বছর বাইশের পাহাড়ি ছেলেটা ভারতীয় ফুটবলের নতুন তারা। ডুরান্ডের পর কলকাতা লিগেও সর্বোচ্চ গোলদাতার মুকুট মিজো গোলমেশিনের দখলে।
advertisement
2/5
কলকাতা লিগে হায়েস্ট স্কোরার। সর্বোচ্চ গোলদাতার সম্মান এসেছে ডুরান্ডেও। কলকাতা ফুটবলের নতুন হার্টথ্রব। মিজো স্ট্রাইকার ডেভিড লালহানসাঙ্গা। ইতিমধ্যেই সাদাকালোর গোল মেশিনের কাছে আইএসএলের একাধিক ক্লাবের প্রস্তাব রয়েছে। মহমেডানকে কলকাতা লিগে চ্যাম্পিয়ন করে ডেভিড আপাতত ছুটি কাটাচ্ছেন নিজভূমে।
advertisement
3/5
মিজোরামের কোলাসিবে চার বোন ও তিন ভাইয়ের সংসারে দু'বারের চেষ্টায় যখন ফোনে ধরা গেল ডেভিডকে, বছর বাইশের উঠতি স্ট্রাইকার তখন তৈরি হচ্ছিলেন পরিবারের সঙ্গে বাইরে যাওয়ার জন্য। কোলাসিবের কৃষক পরিবারের সন্তান ডেভিড। বাবা মারা গিয়েছেন। ফুটবলের সঙ্গে প্রেম বছর আটেক বয়স থেকে। কিন্তু যে বড় ভাইকে দেখে ফুটবল খেলতে শুরু করা, গাড়ি দুর্ঘটনায় হারাতে হয়েছে সেই ভাইকেও!
advertisement
4/5
তাই সাফল্যের ঝলমলে দিনেও বাবা বা বড় ভাইয়ের কথায় গলা বুজে আসে ভারতীয় ফুটবলের নতুন তারার! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত ডেভিড আড্ডার মাঝেই বলছিলেন,‘‘আইএসএল ক্লাবের অফার রয়েছে। বিশ্বাস করুন, ভীষণ ভাবে আইএসএল খেলতে চাই। কিন্তু জানুয়ারির আগে সেটা সম্ভব নয়! মহমেডানের সঙ্গে এক মরশুমের চুক্তি। মহমেডান ক্লাব ছাড়লে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সই করতে পারি। তার আগে আই লিগের সাদা কালোকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য!’’
advertisement
5/5
ডেভিডকে ধরে রাখতে মহমেডান ইতিমধ্যেই চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু সেই প্রস্তাবে এখনই রাজি হননি মিজো গোলমেশিন। কোলাসিবের ডেভিডের লক্ষ্য যে আইএসএল খেলা! স্বপ্ন ভারতের জাতীয় দলের জার্সি গায়ে গোল করা! সবে ডানা মেলে উড়তে শুরু করেছেন পাহাড়ি ছেলেটা! লক্ষ্য উঁচুতে আরও উঁচুতে!
বাংলা খবর/ছবি/খেলা/
David Lalhlansanga-Mohammedan SC: মহমেডানের সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন না, ডেভিডের চোখ এখন আইএসএল-এ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল