TRENDING:

সৌরভের শো দাদাগিরি জিতলে কত টাকা পাওয়া যায়? সঙ্গে থাকে 'এই' দামি উপহার

Last Updated:
Sourav Ganguly Dadagiri Season 10: সম্প্রতি দাদাগিরিতে এসেছিলেন ক্যাকটাস ব্যান্ডের সদস্য সিধু। তিনি বাড়ি ফিরে ছোট একটি ভিডিও করে দেখান, দাদাগিরিতে জিতলে ঠিক কী কী পাওয়া যায়! এমনকী তিনি কত টাকা পেয়েছেন, তাও জানা যায়।
advertisement
1/7
সৌরভের শো দাদাগিরি জিতলে কত টাকা পাওয়া যায়? সঙ্গে থাকে 'এই' দামি উপহার
সৌরভ গঙ্গোপাধ্যায় মাঝেমধ্যে নিজেই বলেন, তিনি যে কী করে এত ভাল সঞ্চালনা করেন, তার উত্তর মহারাজ নিজেও জানেন না। তবে তাঁর শো দাদাগিরি যে সুপারহিট, তা আর বলার দরকার পড়ে না।
advertisement
2/7
কখনও তিনি ডোনার সঙ্গে তাঁর দাম্পত্যজীবনের টুকিটাকি নিয়ে কথা বলেন দাদাগিরির মঞ্চে। কখনও আবার সৌরভ কথা বলেন মেয়ে ডোনাকে নিয়ে।
advertisement
3/7
ক্রিকেটার, ধারাভাষ্যকার, মেন্টর, প্রশাসক, সঞ্চালক। সৌরভ গঙ্গোপাধ্যায় সব ভূমিকায় অনবদ্য। তাঁর সঞ্চালনায় দাদাগিরি এখন অন্য মাত্রা পেয়েছে।
advertisement
4/7
সম্প্রতি দাদাগিরিতে এসেছিলেন ক্যাকটাস ব্যান্জের সদস্য সিধু। তিনি বাড়ি ফিরে ছোট একটি ভিডিও করে দেখান, দাদাগিরিতে জিতলে ঠিক কী কী পাওয়া যায়!
advertisement
5/7
দাদাগিরির ট্রফি ছাড়াও সৌরভের সই করা একটা ব্যাট দেওয়া হয় বিজেতাকে। দাদাগিরির লোগো-সহ একটি কফি মগ থাকে। আর দেওয়া হয় একটা ডিউজ বল।
advertisement
6/7
দাদাগিরির চলতি সিজনে বিজেতারা পাচ্ছেন কেক, কুকিজ, চানাচুর, ১০ কেজি বাসমতি চাল,আইসক্রিম বোলের সেট, ডিকশনারি, গাছ, রান্না করার মশলা-সহ আরও অনেক উপহার।
advertisement
7/7
সিধু ভাল অঙ্কের অর্থও পেয়েছেন দাদাগিরি থেকে। ফাস্টেস্ট ফিফটি করে তিনি পেয়েছেন ৫০ হাজার টাকার চেক। ৩টি স্পনসরের কাছ থেকে ১০, ১০ ও ৫ হাজার করে মোট ২৫ হাজার টাকার চেক পেয়েছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
সৌরভের শো দাদাগিরি জিতলে কত টাকা পাওয়া যায়? সঙ্গে থাকে 'এই' দামি উপহার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল