ডোনা স্ত্রী হিসেবে মিষ্টি না তেতো? সৌরভের চমকে দেওয়া উত্তর, 'ম্যাডাম তো...'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly: ডোনা স্ত্রী হিসেবে কেমন! মুখ ফুটে মনের কথা বললেন সৌরভ।
advertisement
1/6

দাম্পত্য জীবনের ২৭ বছর পার করে ফেলেছেন তাঁরা। একে-অপরকে চেনেন দীর্ঘ সময় ধরে। তাঁদের এই পথচলা আজকের নয়। তবুও সৌরভ-ডোনার প্রেমের কথা যেন রোজ নতুন!
advertisement
2/6
পাশের বাড়ির মেয়ের সঙ্গে প্রেম। তার পর দুই বাড়ির মত-অমতের এপিসোড। সবটাই যেন সৌরভ-ডোনার এই গল্পকে আলাদা মাত্রা দিয়েছে।
advertisement
3/6
দাদাগিরির মঞ্চে প্রায়ই স্ত্রীর ব্যাপারে কিছু সিক্রেট ফাঁস করেন মহারাজ। সবার সামনে তিনি স্ত্রীকে মজা করে ম্যাডাম বলে ডাকেন। আর ডোনা তাঁকে মজা করে ডাকেন- দাদা।
advertisement
4/6
দাদাগিরির মঞ্চে এবার এক অভিনেত্রী সৌরভকে জিজ্ঞেস করেন- আপনার জীবনে কি এমন কোনও সম্পর্ক আছে যা শুরুতে তেতো ছিল, কিন্তু সময় এগোতে সেটাই মিষ্টি হয়েছে!
advertisement
5/6
সৌরভ হেসে উত্তর দেন, ব্যাক্তিগত জীবনে তো সেরকম কোনও সম্পর্ক নেই। তবে ম্যাডাম তো প্রথম থেকেই মিষ্টি।
advertisement
6/6
দাদাগিরির মঞ্চেও সৌরভ-ডোনার প্রেম যেন ট্রেন্ডিং! এখনও অনেকেই তাঁর আর ডোনার সম্পর্ক নিয়ে মজার মজার প্রশ্ন করেন। সৌরভ উত্তরও দেন অকপটে।