#CWC2019: বিশ্বকাপে হেরেও নিউজিল্যান্ড কত টাকা পুরস্কার পেল জানেন
Last Updated:
রানার্স , চ্যাম্পিয়নরা তো অনেক পেলেন মন্দ পেল না ভারতীয় দলও
advertisement
1/4

নয়া বিশ্বচ্যাম্পিয়ন তারা ৷ আগামি চার বছরের জন্য ক্রিকেট বিশ্বের নীলের দাপট , তবে অবশ্য মেন ইন ব্লু নয় ৷ হালকা নীল জার্সিতে মাঠ কাঁপালেন ইংল্যান্ডের ঘরের ছেলেরা ৷ Photo Source: Twitter
advertisement
2/4
নিউজিল্যান্ড দ্বিতীয় বারের জন্য রানার্স হয়েছে এবারের বিশ্বকাপে ৷ তাদের প্রাইজ মানি ১৩ কোটি ৭১ লক্ষ ২৯ হাজার টাকা ৷ দ্বিতীয় হওয়ার জন্য চ্যাম্পিয়নদের থেকে ঠিক অর্ধেক টাকা পেল তারা ৷ Photo Source: Twitter
advertisement
3/4
এদিকে চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড পেল ঠিক নিউজিল্যান্ডের পাওয়ার অর্থের দ্বিগুণ প্রাইজ মানি ৷ তাদের পুরস্কার মূল্য ৪ মিলিয়ন ডলার ৷ ভারতীয় মুদ্রায় যা ২৭ কোটি ৪১ লক্ষ ৯২ হাজার টাকা ৷ Photo Source: Twitter
advertisement
4/4
সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে বিদায় নেওয়া ভারতও কিছু কম টাকা রোজগার করেনি ৷ প্রতি ম্যাচে ৪০ হাজার ডলার করে ৭ টি ম্যাচে জয়ের জন্য টাকা পেয়েছে তারা ৷