#CWC2019: INDIA vs Pakistan: ফের রেকর্ড রোহিতের, মনে করালেন সচিন-দ্রাবিড়কে
Last Updated:
advertisement
1/6

ভারতীয় ওপেনার রোহিত শর্মার নয়া নজির ৷ ম্যাঞ্চেস্টারের মেগা ডুয়েলে রঙ আনল রোহিতের অর্ধশতক ৷ ২২ গজের বিশ্বযুদ্ধে আজ পাওয়ার প্যাক ম্যাচ ৷ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ৷
advertisement
2/6
টস জিতে পাকিস্তান ফিল্ডিং নিতে ব্যাট হাতে মাঠে নামেন রোহিত ৷ শর্মাজির ছেলে মাঠে মানেই ঝড়ের গতি ভারতের স্কোরবোর্ডে ৷ নিজের ব্যক্তিগত ৫০ রান পূর্ণ করতেই ফের রের্কড ৷ নিজের নাম সামিল করলেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের সঙ্গে ৷
advertisement
3/6
একের পর এক ছয় চারের ঝড় ৷ ৩৪ বলে পাকিস্তানের বিরুদ্ধে নিজের ৫০ রান পূর্ণ করলেন রোহিত শর্মা ৷ পূর্ণ করলেন নিজের কেরিয়ারের ৪৩ তম অর্ধশতরান ৷Photo Collected
advertisement
4/6
পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের এই রান ওয়ান ডে-তে টানা পঞ্চম ম্যাচে হাফসেঞ্চুরি বা ৫০-এর বেশি রান ৷ এর আগে এই নজির গড়েছেন সচিন, দ্রাবিড়, বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে ৷ এদের মধ্যে কোহলি দু-বার এই কৃতিত্বের অধিকারী ৷Photo: BCCI/Twitter
advertisement
5/6
১৯৯৪ সালে এই নজির গড়েছিলেন সচিন ৷ রাহুল দ্রাবিড় ২০০৪-০৫ সালে এবং কোহলি ২০১২ ও ২০১৩ সালে টানা পাঁচ ম্যাচে ৫০ রান বা ৫০ এর বেশি রান করেছেন ৷
advertisement
6/6
এই বিশ্বকাপে সফল রোহিতের ব্যাট ৷ পাকিস্তানের ম্যাচে এই মুহূর্তে হিটম্যান রোহিত শর্মার স্ট্রাইক রেট ১১৩ ৷