TRENDING:

CSK Retained List: ঠিক হয়ে গিয়েছে সিএসকের রিটেনশন তালিকা! রয়েছে একাধিক চমকে দেওয়া নাম!

Last Updated:
Chennai Super Kings: আইপিএলের রিটেনশন তালিকা নিয়ে ফ্যানেদের মধ্যে যে দলগুলিকে নিয়ে সবথেকে বেশি কৌতহুল রয়েছে তাদের মধ্য অন্যতম হল চেন্নাই সুপার কিংস। দলে একাধিক ম্যাচ উইনার থাকায় সিএসকে কাদের রিটেন করে ও কাদের রিলিজ করে সেটাই দেখার।
advertisement
1/5
ঠিক হয়ে গিয়েছে সিএসকের রিটেনশন তালিকা! রয়েছে একাধিক চমকে দেওয়া নাম!
আইপিএলের রিটেনশন তালিকা নিয়ে ফ্যানেদের মধ্যে যে দলগুলিকে নিয়ে সবথেকে বেশি কৌতহুল রয়েছে তাদের মধ্য অন্যতম হল চেন্নাই সুপার কিংস। দলে একাধিক ম্যাচ উইনার থাকায় সিএসকে কাদের রিটেন করে ও কাদের রিলিজ করে সেটাই দেখার।
advertisement
2/5
সিএসকের রিটেনশন তালিকায় সব থেকে বড় প্রশ্ন যাকে নিয়ে ছিল তিনি এমএস ধোনি। মাহি আইপিএল ২০২৫-এ খেলবেন কিনা তা নিয়ে অবশ্য জল্পনার অবসান হয়েছে। পরের মরশুমে ধোনি খেলবেন বলে নিজেই জানিয়েছেন। সিএসকে সিইও কাশী বিশ্বনাথনও তা নিশ্চিত করেছেন।
advertisement
3/5
তবে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল সিএসকে কাদের রিটেন করবে তা জানার জন্য অধীর আগ্রহে রয়েছেন ফ্যানেরা। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, কাদের রিটেন করা হবে তার একটি তালিকা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজি।
advertisement
4/5
এমএস ধোনির রিটেনশন তালিকায় থাকা একশো শতাংশ নিশ্চিত। এছাড়া তালিকায় থাকতে পারেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, এবং ফাস্ট বোলার মাথিশা পাথিরানাকে ধরে রাখবে সিএসকে।
advertisement
5/5
ধোনি, গায়কওয়াড়, জাদেজা এবং পাথিরানা ছাড়াও চেন্নাই ডেভন কনওয়ে, সমীর রিজভি এবং শিবম দুবের মধ্যে যেকোনো দুই খেলোয়াড়কে ধরে রাখবতে পারে। সিএসকে আরটিএম কার্ড কার জন্য ব্যবহার করে নিলামের মঞ্চে সেটাই দেখার।
বাংলা খবর/ছবি/খেলা/
CSK Retained List: ঠিক হয়ে গিয়েছে সিএসকের রিটেনশন তালিকা! রয়েছে একাধিক চমকে দেওয়া নাম!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল