MS Dhoni: আইপিএলের আগে মহাচমক দিলেন ধোনি! কী করলেন সিএসকে অধিনায়ক? জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MS Dhoni New Long Hair Look: নিজের লুকস নিয়ে বরাবরই পরীক্ষা-নিরীক্ষা করেন এমএস ধোনি। প্রতিবছর আইপিএলের আগে লুকসে চমক দিয়ে থাকে মাহি। এবারও তার ব্যতিক্রম হল না।
advertisement
1/5

নিজের লুকস নিয়ে বরাবরই পরীক্ষা-নিরীক্ষা করেন এমএস ধোনি। প্রতিবছর আইপিএলের আগে লুকসে চমক দিয়ে থাকে মাহি। এবারও তার ব্যতিক্রম হল না।
advertisement
2/5
এবার আইপিএলের আগে চমক নয়, মহাচমক দিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। এবারের ধোনিকে দেখে মনে হতেই পারে যেন ২০ বছর পিছিয়ে গিয়েছেন।
advertisement
3/5
সিএসকের তরফে একটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে লম্বা চলের সেই 'ভিন্টেজ' এমএস ধোনিকে। বড় চুল, মাথায় ব্যান্ড এক কথায় ফাটাফাটি ধোনি।
advertisement
4/5
লম্বা চুলের ধোনির ছবি নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ঝড় তুলেছে। নারী মতে উঠেছে ঝড়। লাইক ও কমেন্টেক বন্যায় ভেসে গিয়েছেন ৫ বারের আইপিএল জয়ী অধিনায়ক।
advertisement
5/5
প্রসঙ্গত, ২২ তারিখ আইপিএলের প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে মাঠে নামবে সিএসকে। হয়তো শেষবারের মত এটা ধোনির আইপিএল। প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না মাহি।