IPL 2023: আইপিএলের আগেই ঝড় তুলল 'বুড়ো' ধোনির 'ডোলে-শোলে', মাহির বডি দেখে লজ্জা পাবে কোহলি-হার্দিকরা
- Published by:Sudip Paul
Last Updated:
IPL 2023: আইপিএল ২০২৩-কে পাখির চোখ করে অনেক আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক এমএস ধোনি। প্রতিযোগিতা শুরুর আগে নেট দুনিয়ায় ভাইরাল ৪১-এর ধোনির বডি।
advertisement
1/6

আইপিএল ২০২৩-কে পাখির চোখ করে অনেক আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক এমএস ধোনি।
advertisement
2/6
সোশ্যাল মিডিয়ায় অনুশীলনে একের পর এক বিগ হিট করার ভিডিও সামনে এসেছে। পুরোনো মেজাজে প্রিয় তারকাকে দেখতে পেয়ে খুশি ফ্যানেরা।
advertisement
3/6
এরই মধ্যে সিএসকের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে ৪১-এর ধোনির বাইসেপ সকলের নজর কেড়ে নিয়েছে।
advertisement
4/6
ছবিতে ধোনির বাইসেপ দেখেই বোঝা যায় এখও কতটা ফিট তিনি। আর ধোনির ফিগার যেন বলে দিচ্ছে তিনি এখনও বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াদের টেক্কা দিতে পারবেন।
advertisement
5/6
এর আগেও ধোনির জিম বা শরীরচর্চার একাধিক ছবি ও ভিডিও সামনে এসেছে। সেখানেও এমএসডি-র ফিগার দেখে তাক লেগেছিল নেটিজেনদের। হৃদয়ে ঝড় তুলেছিল মহিলা ফ্যানেদের।
advertisement
6/6
৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের নতুন মরসুম। হয়তো এটাই শেষ মরসুম ধোনির। তাই মাঠে শেষবারের মতো ধোনি ধামাকা দেখার অপেক্ষায় কোটি কোটি ফ্যানেরা।