Cristiano Ronaldo: 'অনলি' এত টাকায় বিক্রি হচ্ছে রোনাল্ডোর বাড়ি, রইল সেই বাংলোর অন্দরমহলের ছবি
- Published by:Sudip Paul
Last Updated:
Cristiano Ronaldo: ম্যাঞ্চেস্টারে কেরিয়ারের দ্বিতীয় ইনিংসটা খুব একটা সুখকর হয়নি রোনাল্ডোর। কোচ ও ক্লাব কর্তাদের সঙ্গে বিবাদের জেরে বেশি দিন 'ঘর' করতে পারেননি সিআরসেভেন। আর ম্যাঞ্চেস্টারের সঙ্গে সম্পর্ক শেষ হতেই সেখান বিলাসবহুল বাড়ি বিক্রি করে দিচ্ছেন ক্রিশ্চিয়া রোনাল্ডো।
advertisement
1/7

ইউরোপের ফুটবল বৃত্তকে বিদায় জানিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখান এশীয় ফুটবল ঘরানায়। সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে পরিবার সহ সেখানেই থাকছেন পর্তুগীজ মহাতারকা। আরব দেশে চলছে রোনাল্ডোর স্থায়ী বাসস্থানের প্রস্তুতি।
advertisement
2/7
এর আগে ম্যাঞ্চেস্টারে কেরিয়ারের দ্বিতীয় ইনিংসটা খুব একটা সুখকর হয়নি রোনাল্ডোর। কোচ ও ক্লাব কর্তাদের সঙ্গে বিবাদের জেরে বেশি দিন 'ঘর' করতে পারেননি সিআরসেভেন।
advertisement
3/7
আর ম্যাঞ্চেস্টারের সঙ্গে সম্পর্ক শেষ হতেই সেখান বিলাসবহুল বাড়ি বিক্রি করে দিচ্ছেন ক্রিশ্চিয়া রোনাল্ডো।
advertisement
4/7
ম্যাঞ্চেস্টার থেকে একটি দূরে চেশায়ারে বিলাস বহুল বাংলো কিনেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১৩ একর জায়গার উপর সেই বাড়ি সত্যিই অবাক করার মত।
advertisement
5/7
কী নেই সেই বাড়িতে। ৭টি বেড রুম সহ সুইমিং পুল, উন্নত জিম, টেনিস কোর্ট, স্পা , সিনমা হল, বাগান যাবতীয় সব ব্যবস্থাই রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
advertisement
6/7
ম্যাঞ্চেস্টার ছাড়ার পরই এই বাড়ি বিক্রির পরিকল্পনা করেন রোনাল্ডো। দাম ঠিক করা হয় ভারতীয় টাকায় ৫৫ কোটি। কিন্তু আশ্চর্যের বিষয় তার সামনে যোগ করা হয় 'অনলি'।
advertisement
7/7
তবে এখনও পর্যন্ত যা খবর বাড়ি বিক্রির খদ্দের পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এজেন্ট। তবে রোনাল্ডোর বাড়ি কিনতে আগ্রহীর কমতি নেই।