'রোনাল্ডোকে আর দরকার নেই তাই তো?' কোচের সঙ্গে লেগে গেল সিআরসেভেন-এর বোনের
- Published by:Suman Majumder
Last Updated:
Cristiano Ronaldo: রোনাল্ডোর বোন ছেড়ে কথা বললেন না পর্তুগালের কোচকে।
advertisement
1/5

মাঠে নেমে গোলের জন্য ছটফট করার কথা ছিল তাঁর। সেই তিনিই কি না নকআউট পর্বের ম্যাচে বেঞ্চে বসে কাটিয়ে দিলেন! দুদিন আগে থেকেই অবশ্য বোঝা গিয়েছিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হয়তো সুইজারল্যান্ডের বিরুদ্ধে বেঞ্চে বসিয়ে রাখবেন পর্তুগালের কোচ স্যান্তোস।
advertisement
2/5
১৮ বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে বেঞ্চে বসে দাঁত দিয়ে নখ কেটে সময় কাটল রোনাল্ডোর। এমনটা যে হতে পারে, তা রোনাল্ডোর ভক্তদের মতো মহাতারকার বোনও হয়তো ভাবেননি।
advertisement
3/5
৩৭ বছর বয়স হল তাঁর। মাঠে রোনাল্ডো আর আগের মতো ক্ষিপ্র নন। তবে তিনি এখনও মহাতারকা। আর সেটা হলফ করে বললেন রোনাল্ডোর বোন এলমা আভেইরো।
advertisement
4/5
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকাকে বেঞ্চে বসিয়ে রেখে অবিচার করেছেন পর্তুগালের কোচ। এমনই দাবি করেছেন রোনাল্ডোর বোন। তিনি বলেছেন, ও দিনের পর দিন পর্তুগালের জন্য লড়েছে। সেই মানুষটার সঙ্গে এমন অবিচার আসলে লজ্জার।
advertisement
5/5
এলমা আভেইরো আরও বলেছেন, ওর বয়স হয়েছে। এটা স্বাভাবিক। ও এখন গোল পাচ্ছে না। তার জন্য ওর সব অবদান ভুলে যেতে হবে! রোনাল্ডোকে আর দরকার নেই। কোচ ওর সব অবদান এত সহজে ভুলে গেলেন! এটা অবিচার হল রোনাল্ডোর সঙ্গে।