পর্তুগালের কোচকে এক হাত নিলেন জর্জিনা, সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর সমর্থণে গলা ফাটালেন
- Published by:Debalina Datta
Last Updated:
রোনাল্ডোর বোন কাটিয়া অ্যাভিয়েরো ইনস্টাগ্রামে রোনাল্ডোর স্বপক্ষে পোস্ট করেন৷ রোনাল্ডোর আরেক বোন এলমাও তাঁর হয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর হয়ে সওয়াল করেছেন৷
advertisement
1/6

#দোহা: জর্জিনা রডরিগেজ একেবারে তীক্ষ্ণ ছুরি শানালেন জর্জিনা রডরিগেজ৷ পর্তুগাল বনাম মরক্কো ম্যাচে হারের পর একেবারে চাঁচাছোলা কথা শোনালেন পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোসের সিদ্ধান্তের বিরুদ্ধে৷ এই নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বেঞ্চে রেখেই দল সাজিয়েছিলেন কোচ৷ সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৬-১ ফল হয়েছিলে রোনাল্ডোকে প্রথম একাদশে না রেখেই আর সেই একই স্ট্র্যাটেজিতে মরক্কো ম্যাচের রণনীতি৷
advertisement
2/6
রোনাল্ডো ৩৯ মিনিটে খেলেছিলেন মরক্কো ম্যাচে৷ সেখানে ১০ টা মুভ করেছিলেন তিনি৷ আর একদম শেষে একটি সজোরে গোলকিপারের কাছে বল পাঠাতে সমর্থ হয়েছিলেন৷ কিন্তু এই সব কিছুর পরেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমর্থণে গলা ফাটাতে নেমে পড়েছেন জর্জিনা৷
advertisement
3/6
তিনি নিজের প্রোফাইলে যেখানে ৪ কোটি ফলোয়ার আছে সেখানে লিখেছেন ‘‘আজ তোমার বন্ধুরা ও কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছেন৷ ’’ তিনি আরও লিখেছেন , ‘‘তোমার সেই বন্ধুরা যাঁদের জন্য তোমার মনে দারুণ শ্রদ্ধা ও সম্মান৷’’
advertisement
4/6
তিনি আরও লিখেছেন , ‘‘ আর সে যে তোমাকে মাঠে নামানোর পর দেখতে পায় কী ভাবে সব বদলে যায় , কিন্তু সেটা অনেক দেরি৷’’ ‘‘আপনি পৃথিবীর সেরা প্লেয়ারকে তুচ্ছ করতে পারেন না৷ এটা সবচেয়ে শক্তিশালী অস্ত্র৷ যাঁরা পাওয়ার যোগ্য নয় তাঁদের বিরুদ্ধে কারোর তো দাঁড়ানো উচিত ছিল৷’’
advertisement
5/6
তিনি আরও লিখেছেন , ‘‘জীবন আমাদের শিক্ষা দেয়, আজ আমরা হারি না , আমরা শিখি, আমরা শ্রদ্ধা করি৷’’
advertisement
6/6
রোনাল্ডোর বোন কাটিয়া অ্যাভিয়েরো ইনস্টাগ্রামে রোনাল্ডোর স্বপক্ষে পোস্ট করেন৷ রোনাল্ডোর আরেক বোন এলমাও তাঁর হয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর হয়ে সওয়াল করেছেন৷