Venkatesh Iyer : ২৪ কোটি টাকার ক্রিকেটার...! ছেড়ে দিয়েছে কেকেআর, কোন দলের হয়ে খেলবেন ভেঙ্কটেশ আইয়ার, জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Venkatesh Iyer KKR : নাইট রিটেনশন তালিকায় তিনি এবার নেই। ২০২১ থেকে কেকেআরে খেলেন তিনি। তবে এবার সেই দলের জার্সি তাঁর গায়ে থাকা নিয়ে সংশয়। জানা যাচ্ছে, ২৩.৭৫ কোটি টাকার ভেঙ্কটেশকে রিটেইন করতে চায়নি নাইট শিবির।
advertisement
1/6

২৪ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল কেকেআর। তবে ভেঙ্কটেশ আইয়ার সেই মূল্যের নিরিখে কেকেআরের জার্সিতে পারফর্ম করতে পারেননি। মনে করা হচ্ছিল, কেকেআর আর ভেঙ্কটেশের সম্পর্ক আর আইপিএল ২০২৬ পর্যন্ত টিকবে না। বাস্তবে হলও তাই।
advertisement
2/6
নাইট ম্যানেজমেন্ট তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তাতে বিন্দুমাত্র আভিমান নেই আইয়ারের। বরং তিনি আরও একবার কেকেআরের জার্সি গায়েই আইপিএলে খেলতে চান।
advertisement
3/6
যদিও ২০২৪ আইপিএলে ভাল পারফর্ম করেছিলেন আইয়ার। তার পর কেকেআর ম্যানেজমেন্ট তাঁকে রেকর্ড টাকায় দলে রাখবে বলে ঠিক করে। ফলে ২৪ কোটি টাকা পান আইয়ার। কিন্তু ২০২৫ আইপিএলে তিনি বলতে গেলে ফ্লপ।
advertisement
4/6
নাইট রিটেনশন তালিকায় তিনি এবার নেই। ২০২১ থেকে কেকেআরে খেলেন তিনি। তবে এবার সেই দলের জার্সি তাঁর গায়ে থাকা নিয়ে সংশয়। জানা যাচ্ছে, ২৩.৭৫ কোটি টাকার ভেঙ্কটেশকে রিটেইন করতে চায়নি নাইট শিবির। নিলামে তাঁকে কম টাকায় দলে নিতে পারে কেকেআর।
advertisement
5/6
ভেঙ্কটেশ আইয়ার আবার কেকেআরের হয়ে খেলার সম্ভাবনা প্রবল। কেকেআরে খেলতে চান বলে প্রকাশ্যে জানিয়েছেন তিনি। অনেকে মনে করছেন, নাইটদের থেকে তিনি কোনও ইঙ্গিত পেয়েছেন বলেই হয়তো এমনটা বলেছেন!
advertisement
6/6
ভেঙ্কটেশ অবশ্য অন্য দলের হয়েও খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। আবার এটাও জানিয়েছেন, তিনি অধিনায়কত্ব করএখন দেখার, নাইটরা তাঁকে না নিলে কোন দল তাঁকে দলে নিতে ঝাঁপায়!