Cricketer Love Story: ‘জীবনের ওঠাপড়া’ গায়ে লাগতে দেন না, তারকা যখন হননি, কলেজ প্রেমিককেই বিয়ে করেছিলেন এই তারকার স্ত্রী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cricketer Love Story: ৩৩ বছর বয়সী সূর্যকুমারের ইনোভেটিভ শটে মুগ্ধ ক্রিকেট ফ্যানরা।তিনি বোল্ড হয়েছিলেন তাঁর সেই সময়ের গার্লফ্রেন্ড ও বর্তমানের ঘরণীর নাচের পারফরম্যান্সে৷
advertisement
1/8

‘It's better late than never’ অত্যন্ত জনপ্রিয় একটি প্রবাদ যার মানে দেরি হোক তাও ঠিক আছে কিন্তু না হওয়া কখনই নয়৷ আর এই কথাটি টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের জন্য একেবারে আইডিয়াল৷ সূর্যকুমার এখন টিম ইন্ডিয়ার নয়নের মণি৷ তাঁকে 'সূর্য' বলে ডাকা হলেও SKY নামেই এখন তিনি বেশি জনপ্রিয়৷ তাঁর জীবনের চলার পথের বড় শক্তি তাঁর স্ত্রী দেবীশা শেট্টি৷
advertisement
2/8
আগে কেকেআরের জার্সিতে আইপিএলে নজর কাড়ার পর ২০২১ সালের মার্চ মাসে ৩০ বছরে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে পা রাখেন৷ তারপর ৩ বছরের মধ্যে, তিনি সংক্ষিপ্ত ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে নিজের আসন করে নিয়েছেন৷
advertisement
3/8
৩৩ বছর বয়সী সূর্যকুমারের ইনোভেটিভ শটে মুগ্ধ ক্রিকেট ফ্যানরা।তিনি বোল্ড হয়েছিলেন তাঁর সেই সময়ের গার্লফ্রেন্ড ও বর্তমানের ঘরণীর নাচের পারফরম্যান্সে৷
advertisement
4/8
কঠোর পরিশ্রমে, সূর্য এমন অদ্ভুত ধরণের শট খেলা আয়ত্ত করেছেন এবং তার স্ত্রী দেবীশা শেঠিও তাঁর এই 'পরিবর্তনে' ভূমিকা পালন করেছেন।
advertisement
5/8
কলেজ প্রেম পরিণতি পেয়েছে সূর্যকুমারের জীবনে৷ ক্রিকেট খেলোয়াড় হওয়ার কারণে সূর্য কলেজে জনপ্রিয় ছিলেন। দেবীশা সূর্যকুমারের থেকে তিন বছরের ছোট। বিয়ের আগে তিনি একটি এনজিও ‘দ্য লাইটহাউস প্রজেক্ট’-এর জন্যও কাজ করেছিলেন।
advertisement
6/8
সূর্য ছয় বছর ধরে ডেট করার পর ২০১৬ সালে তাঁর কলেজের বন্ধু দেবীশাকে বিয়ে করেন সূর্য। ২০১০ সালে আরএ পোদ্দার কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে স্নাতক হওয়ার সময় তাঁদের প্রথম দেখা৷ সূর্যকে অনেকে পছন্দ করলেও, দেবীশা একজন ভাল নৃত্যশিল্পী, সূর্য তাকে একটি অনুষ্ঠানে নাচতে দেখে তাঁর প্রেমে পড়েন৷
advertisement
7/8
দেবীশা সেই সময় সূর্যকে ভরসা করে তাঁর সঙ্গে ঘর বাঁধেন যখন তিনি ঘরোয়া ক্রিকেটটাই খেলেন৷ ভারতীয় দলের তারকা হয়ে ওঠেননি৷
advertisement
8/8
কব্জি দিয়ে শট খেলার জাদুকর সূর্য যতক্ষণ উইকেটে থাকেন, স্কোরবোর্ড ট্যাক্সি মিটারের মতো ছুটতে থাকে। সব জায়গায় শট খেলার এই ক্ষমতার কারণে তাকে বলা হয় '360 ডিগ্রি প্লেয়ার'। সূর্যকুমারের আগে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এই নাম পেয়েছিলেন।