Cricketer Love Story: চুটিয়ে প্রেম ন'বছরের ছোট মেয়ের সঙ্গে, ধর্ম পরিবর্তন, হিজাবও পরেন তাঁর অপূর্ব সুন্দরী স্ত্রী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cricketer Love Story: বিয়ের আগে ম্যাকক্লেন ক্যাথলিক ক্রিশ্চান ছিলেন৷ বিয়ের করার জন্য তিনি মুসলিম হন৷ তাঁদের বিয়ে হয় ইসলামিক রীতি মেনেই৷
advertisement
1/11

: পাকিস্তানি বংশোদ্ভূত অজি ক্রিকেটার উসমান খোওয়াজার প্রেম কাহিনী দারুণ৷ অস্ট্রেলিয়ার জার্সিতে ওপেনার তিনি৷ তাঁর জন্ম পাকিস্তানের ইসলামাবাদে৷ পেশাদার ক্রিকেটার হওয়ার আগে থেকেই তাঁর প্রেমের শুরু৷ তাঁর স্ত্রী-র প্রথম নাম র‍্যাচেল ম্যাকলেলান৷ ধর্মান্তকরণের ফলে তাঁর নাম হয় র‍্যাচেল খোওয়াজা৷ Photo- Collected
advertisement
2/11
সিডনিতে কলেজে পড়ার সময়ে তাঁর সঙ্গে তাঁর বান্ধবী, তারপর সেখান থেকে বন্ধুত্বের গাঢ়ত্ব বাড়ে, তা পরিণত হয় প্রেমে৷ ২১ বছরে তাঁর প্রেমিকার জন্মদিনে একেবারে ফিল্মি স্টাইলে প্রোপোজ করেন৷ Photo- Collected
advertisement
3/11
বাঁহাতি ওপেনার এখন অস্ট্রেলিয়ান হয়ে গেলেও নিজের জন্মস্থানের প্রতি আলাদা নাড়ির টান অনুভব করেন৷ ক্রিকেটার হিসেবে তিনি যেরকম দারুণ, ঠিক তেমনিই জবরদস্ত প্রেমিকও তিনি৷ ২০১৬ সালে প্রোপোজ করেছিলেন তাঁকে৷ Photo- Collected
advertisement
4/11
ঘোড়ায় চেপে তিনি নিউইয়র্ক সেন্ট্রাল পার্কে প্রোপোজ করেন৷ নিউ সাউথ ওয়েলসে থাকেন উসমান খোওয়াজা৷ উসমান ও তাঁর স্ত্রীয়ের ২ টি কন্যা সন্তান রয়েছে৷ Photo- Collected
advertisement
5/11
তাঁদের দুই মেয়ের নাম আইসা রাহিল এবং আয়লা ফোজিয়া৷ তিনি নিয়মিত উসমান খোওয়াজার ম্যাচের সময় মাঠে হাজির থেকে তাঁকে সাপোর্ট করেন৷ Photo- Collected
advertisement
6/11
২০১১ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক৷ প্রোপোজ করার পর মাত্র ২ বছরের মধ্যেই তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন৷ ২০১৬ তে৷ এর ২ বছরের মধ্যে আবদ্ধ হন বিবাহবন্ধনে৷ তাঁর স্ত্রী-র নাম ম্যাকলেলেন৷ Photo- Collected
advertisement
7/11
খোওয়াজার থেকে বয়সে ৯ বছরের ছোট তিনি৷ প্রেমের টান এতটাই বেশি ছিল এতটা বয়সের গ্যাপ তো দূরের কথা, ধর্মের ব্যবধানকে গুরুত্ব দেননি তিনি৷ এমনকি উসমান খোওয়াজাকে বিয়ে করার জন্য নিজের ধর্মও পরিবর্তন করে ফেলেন তিনি৷ Photo- Collected
advertisement
8/11
বিয়ের আগে ম্যাকক্লেন ক্যাথলিক ক্রিশ্চান ছিলেন৷ বিয়ের করার জন্য তিনি মুসলিম হন৷ Photo- Collected
advertisement
9/11
তাঁদের বিয়ে হয় ইসলামিক রীতি মেনেই৷ তিনি জানিয়েছেন এই ধর্মান্তকরণের পর্বের যাত্রায় তাঁর সঙ্গ দিয়েছিলেন ইসলাম ধর্মের প্রতিনিধিরা৷ Photo- Collected
advertisement
10/11
উসমান খোওয়াজার অপূর্ব সুন্দরী স্ত্রী হলিউড অভিনেত্রীদেরও মাত দেন৷ খোওয়াজা এখন ৩৮ বছরের অন্যদিকে তাঁর স্ত্রী-র বয়স মাত্র ২৯৷ Photo- Collected
advertisement
11/11
খোওয়াজা জানিয়েছে তাঁর স্ত্রী ম্যাকক্লেনকে তিনি কোনওরকম চাপ দেননি৷ তাঁর স্ত্রী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন৷ Photo- Collected