Cricketer Love Story: স্বামীর চেয়ে ১০ বছরের ছোট, বিয়ে করে মডেলিং ছেড়ে বেছেছেন বোরখা, প্রেমের প্রতীক তারকা ক্রিকেটারের বউ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cricketer Love Story: রূপের এই তুফান কিন্তু স্বামীর ঘর করবেন বলে বোরখাতেই ঢেকে নিয়েছেন নিজেকে৷
advertisement
1/10

প্রেম মানে না কোনও বাধাই না হলে নিজের দেশ, নিজের বড়লোক জীবন, নিজের কেরিয়ার সবকিছু ছেড়ে চলে এলেন এমন ক্রিকেটারের বউ হয়ে যিনি ছোটবেলা কাটিয়েছেন মাদ্রাসার মধ্যে এতটাই দারিদ্র্য ছিল জীবনে৷ কিন্তু সেই মানুষকেই ভালবেসে সাফা বেগ আমূল বদলে ফেললেন নিজেকে৷
advertisement
2/10
স্বামী ইরফান পাঠানের চেয়ে ১০ বছরের ছোট, ২০১৪ সালে প্রথমবার দেখা হয়েছিল তাঁদের৷ ইরফান একটি ট্যুরে ছিলেন সেখানে একটি পার্টিতে তাঁদের দেখা হয়েছিল৷
advertisement
3/10
দুজনের মধ্যে প্রেমের পথ চলা শুরু প্রথম দেখা থেকেই৷ ২ বছরের মধ্যেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন৷ ভাদোদরায় নিজের পরিবারের সঙ্গে দেখা করিয়ে দেন সাফাকে৷
advertisement
4/10
মাদ্রাসার মধ্যে বড় ওঠা ইরফানরা রক্ষণশীল পরিবার নিজের উজ্জ্বল মডেলিং কেরিয়ার ছেড়ে নিজের ট্র্যাডিশানাল ঘরের বউ হওয়ার পথ বেছে নেন তিনি৷
advertisement
5/10
১৯৯৪ সালে ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবের জেড্ডায় জন্মেছিলেন৷ সাফার বাবা সেখানের বিত্তশালী ব্যবসায়ী৷ আরও তিন বোনকে নিয়ে ঐশ্বর্যশালী জীবন কাটাচ্ছিলেন তিনি৷
advertisement
6/10
ঝকঝকে লুকের এই সুন্দরী, কিন্তু বিয়ের আগের ও পরের জীবনে একেবারে বদলে যান৷ মুসলিম হলেও তাঁর বাবার বাড়ি বেশ প্রগ্রেসিভ ছিল যেখানে তিনি নিজের কেরিয়ার গড়ছিলেন মডেল হিসেবে৷
advertisement
7/10
তবে বিয়ের পর তাঁকে হিজাব ও বোরখা ছাড়া ছবি কেউ কখনও দেখেননি৷ কারণ তিনি এই পাঠান পরিবারের বউ৷
advertisement
8/10
তবে দিন কয়েক আগেই নিজের অষ্টম বিবাহবার্ষিকী কাটিয়েছেন আর সেদিন বিয়ের পর প্রথম নিজের স্বামীর সঙ্গে বোরখা ছাড়া ছবি পোস্ট করলেন, যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷
advertisement
9/10
নিজের রূপের আগুনে তুফান তুলে কেরিয়ারকে নিয়ে যেতে পারতেন অনেক উঁচুতে কিন্তু তা নয় তিনি ভালবাসা ও সংসারকেই বেশি গুরুত্ব দিয়েছেন৷
advertisement
10/10
ইরফান পাঠানের সুন্দরী বউ সাফা বেগের হিজাব ও বোরখাতেও কোনও সমস্যা হয় না৷