Cricketer Love Story: তাহলে কি সবই ভেসে গেল! নাতাশার সুটকেসের ফটোই হার্দিক-নাতাশার সম্পর্কের ‘কফিনের শেষ পেরেক’
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Hardik Pandya Divorce: সম্পর্কটা তাহলে সত্যিই কি আর টেকানো গেল না...হার্দিককে ছেড়েই দিচ্ছেন তাঁর স্ত্রী
advertisement
1/8

: বিয়েটা কি ওঁদের সত্যিই ভেঙে গেল! স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের বিবাহবিচ্ছেদের খবরে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন রোজই এখন স্ক্যানারের নিচে৷ তাঁদের দাম্পত্যের অলিগলি আলোচনার বিষয় হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল আর সেই থেকেই এঁদের বিবাহিত জীবন নিয়ে হাজার গসিপ৷ শোনা যাচ্ছে দম্পতি তাঁদের বিবাহিত জীবনে সুখী নয়। ক্রিকেটারকে ডিভোর্স দিতে চান নাতাশা।
advertisement
2/8
এদিকে, এবার তো সকলের সব গসিপে আরও আগুন লাগিয়ে দিল নাতাশার একটি ইনস্টাগ্রাম পোস্ট৷ যেখানে তিনি তাঁর লাগেজ ব্যাগের ছবি শেয়ার করেছেন। ছবির সঙ্গে একটি ক্রিপ্টিক নোটও লিখেছেন নাতাশা। তাঁর পোস্ট ফ্যানদের মনে তোলপাড় তুলেছে৷
advertisement
3/8
নাতাশা স্ট্যানকোভিচ তাঁর ইনস্টাগ্রামে যে পোস্টটি শেয়ার করেছেন তা ফ্যানদের হার্টবিট বাড়িয়ে দিয়েছেন। তাঁর সাম্প্রতিক পোস্টে, তিনি একটি স্যুটকেসের একটি ছবি পোস্ট করেছেন, যার উপরে লেখা আছে 'বছরের সেই সময়' এবং সেই ফটোটির উপর একটি বিমান এবং একটি বাড়ি একটি হৃদয়ের ইমোজিও পোস্ট করেছেন, যা তাঁর নিজ শহর সার্বিয়ায় ফিরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে কান্নায় ভরা মুখের একটি ইমোজিও শেয়ার করেছেন তিনি।
advertisement
4/8
নাতাশা স্টানকোভিচের এই পোস্টটি হার্দিকের ফ্যানদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, তাঁরা ভাবছেন যে নাতাশা আসলে হার্দিকের বাড়ি থেকে চিরতরে চলে যাচ্ছেন৷
advertisement
5/8
সম্প্রতি টাইমস নাউ-র এক বিশেষ প্রতিবেদনে, দম্পতির এক বন্ধু বলেছিলেন যে হার্দিক এবং নাতাশার কোনও প্যাচ আপ হবে না। তাঁরা একে অপরের সঙ্গে তাঁদের লড়াই শেষ করতে চায় না। তাঁর বন্ধুর এই বিবৃতিটি জল্পনা শুরু করেছে যে মিস্টার এবং মিসেস পান্ডিয়া তাঁদের টেনশনে থাকা দাম্পত্যকে মেরামত করার মুডে নেই। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিবাহবিচ্ছেদের গসিপ ছড়িয়ে পড়ার পর থেকে বিনোদন ও ক্রিকেট দুই জগতেই আলোচনার বিষয় হয়ে উঠেছেন এই দম্পতি। সোশ্যাল মিডিয়া থেকে দুজনেই একে অপরের ফটো মুছে দিয়েছেন।
advertisement
6/8
টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সারা দেশ যখন হার্দিক পান্ডিয়াকে তাঁর পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানাচ্ছিল, তখনও হার্দিক পান্ডিয়ার জন্য নাতাশার কোনওরকম অভিনন্দন মেসেজ পোস্ট করেননি। তবে নাতাশা বিভিন্ন অন্য পোস্ট তাঁর বিবাহবিচ্ছেদের খবরকে আরও উসকে দিয়েছে৷
advertisement
7/8
নাতাশা স্ট্যানকোভিচ ৩১ মে, ২০২০-তে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এই দম্পতির একটি ছেলে আছে। প্রায় ৪ বছর বিবাহিত জীবনের পর হঠাৎ করেই তাঁদের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের খবর সামনে আসতে থাকে।
advertisement
8/8
এই জল্পনা শুরু হয় যখন নাতাশা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে 'পান্ডিয়া' পদবী সরিয়ে ফেলেন। 'নাতাশা এবং হার্দিক আলাদা?' শিরোনামের একটি ভাইরাল রেডডিট পোস্ট একে অপরের সোশ্যাল মিডিয়া থেকে অনুপস্থিতি এবং নাতাশা আইপিএল ২০২৪-র ম্যাচে অংশ না নেওয়ার কারণে জল্পনাকে বহুগুণ বাড়িয়ে দেয়।