TRENDING:

Cricketer Love Story: হনিমুনে যাবই, ছেড়েছিলেন চাকরি! প্রথম বউয়ের অনুমতি নিয়ে ২৮ বছরের ছোট মেয়েকে করলেন বিয়ে

Last Updated:
Cricketer Love Story: ৬৬ বছরের ক্রিকেটার দ্বিতীয় বিয়ের দিন সকলের সামনে খেলেন চুমু...
advertisement
1/10
হনিমুনে যাবই, ছেড়েছিলেন চাকরি! প্রথম বউয়ের অনুমতি নিয়ে ২৮ বছরের ছোটকে বিয়ে
Cricketer Love Story: মানুষের জীবনে বিয়ে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়৷ সেটা ঠিকাঠাক না হলে ডিভোর্স করে মানুষ আবার নতুন জীবনে মুভ করে যায়৷  ভারতীয় ক্রিকেটারদের দ্বিতীয় বিয়ে বড় বা নতুন কিছু নয়। মহম্মদ আজহারউদ্দিন, যোগরাজ সিং, দীনেশ কার্তিক, বিনোদ কাম্বলি, জাভাগাল শ্রীনাথের মতো অনেক ক্রিকেটার রয়েছেন, যারা প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর দ্বিতীয়বার বিয়ে করেছেন।এই তালিকার আরও এক ক্রিকেটার যিনি কেবল দ্বিতীয়বার বিয়ে করেননি, ৬৬ বছর বয়সে বিয়েও করেছিলেন। শুধু তাই নয় তিনি তাঁর চেয়ে ২৮ বছরের ছোট মেয়েকে বিয়ে করেছিলেন৷
advertisement
2/10
এই ক্রিকেটার হলেন অরুণ লাল, যিনি ৬৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন। গত বছরই অরুণ লাল তার থেকে ২৮ বছরের ছোট মেয়ে বুলবুল সাহাকে তার জীবনসঙ্গী বানিয়েছিলেন।
advertisement
3/10
অরুণ লাল ২০২২ সালের মে মাসে কলকাতায় তাঁর ২৮ বছরের ছোট মেয়েকে বিয়ে করেছিলেন৷ বুলবুল সাহা পেশায় শিক্ষক৷  বুলবুল নিজের  ফেসবুক পেজ থেকে একাধিক বিয়ের ছবি পোস্ট করেছিলেন। তিনি নিজের নতুন সম্পর্ক নিয়ে উচ্ছ্বসিত ছিলেন৷
advertisement
4/10
সব ফটোর মধ্যে সেরা ভাইরাল ছবি  হয়েছিল, তাতে দেখা গিয়েছিল  দ্বিতীয় স্ত্রী বুলবুল সাহাকে চুমু খাচ্ছেন অরুণলাল৷  দ্বিতীয় বিয়ের আগে অরুণ ও বুলবুল দীর্ঘদিন ধরে একে অপরকে ডেট করছিলেন।
advertisement
5/10
এদিকে দ্বিতীয়বার বিয়ে করার আগে প্রথম স্ত্রী রীণার কাছে অনুমতি নিয়েছিলেন অরুণলাল৷  বুলবুল সাহাকে বিয়ে করার আগেই রীণা ও অরুণের বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক আগেই। তবে রীণা অসুস্থ ছিলেন যখন, তখন অরুণ তাঁকে যত্ন নিচ্ছিলেন। বুলবুলের সঙ্গে বিয়ের পর দুজনেই একসঙ্গে রীনার দেখাশোনা করেন৷
advertisement
6/10
বুলবুল সাহা কলকাতার একটি স্কুলে শিক্ষকতা করেন। এদিকে বিয়ের পরেও শিরোনাম ছিনিয়ে নিয়েছিলেন অরুণ লাল৷ কারণ স্বাস্থ্য এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে ২ জুলাই ২০২২-এ বেঙ্গল রঞ্জি দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন।
advertisement
7/10
সংবাদমাধ্যমের একটি সূত্রের খবর ছিল  যে অরুণ বুলবুলের সঙ্গে  হনিমুনে যাওয়ার জন্য বেঙ্গল রনজি দলের পদ  থেকে পদত্যাগ করেছিলেন।
advertisement
8/10
বলিউডশাদিস ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বুলবুল সাহা তাঁর এবং অরুণের প্রেমের গল্প জানিয়েছিলেন। বুলবুল বলেছিলেন, প্রথম দেখায় প্রেম ছিল না। একটা পার্টিতে কমন ফ্রেন্ডদের মাধ্যমে দেখা হয়েছিল। এখান থেকেই আমাদের মধ্যে কথোপকথন শুরু হয়। তারপর বন্ধুত্ব গড়ে ওঠে এবং বন্ধুত্ব শীঘ্রই প্রেমে পরিণত হয়।
advertisement
9/10
বুলবুল সাহা বলেন, “প্রথম দেখায় প্রেম ছিল না, তবে আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। তিনি খুব ভালো মনের মানুষ।'' তিনি জানান, অরুণ লাল গরিব মানুষ দেখতে পান না এবং টাকা বিতরণ শুরু করেন। অরুণ লালও প্রায় ৫ হাজার গাছ লাগিয়েছেন। অরুণ লালের এই ধরণের কাজ দেখেই  তাঁর প্রেমে পড়েছিলেন বুলবুল৷
advertisement
10/10
অরুণ লাল ভারতের হয়ে ১৬টি টেস্ট ম্যাচে ৭২৯ রান করেছেন। একই সঙ্গে ১৩টি ওয়ানডেতে ১২২ রান করেছেন। অরুণ লাল ১৫৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৬.৯৪ গড়ে ১০৪২১ রান করেছেন। একই সময়ে, তিনি ৬৫টি লিস্ট এ ম্যাচে ২৮.৯০ গড়ে ১৭৩৪ রান করেছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Cricketer Love Story: হনিমুনে যাবই, ছেড়েছিলেন চাকরি! প্রথম বউয়ের অনুমতি নিয়ে ২৮ বছরের ছোট মেয়েকে করলেন বিয়ে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল